বিশাল লক্ষ্যে বাংলাদেশের সাবধানী সূচনা

সিলেটের মতো চট্টগ্রাম টেস্টেও ৫১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে শুরুটা খারাপ হয়নি তাদের। কোনো উইকেট না হারিয়েই প্রথম সেশন কাটিয়ে দিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বিনা উইকেটে ৩১ রান করেছে বাংলাদেশ। যদিও এই সেশনে কেবল ৮ ওভারই ব্যাটিং করেছে টাইগাররা। জয় ১৯ ও জাকির ১১ রানে ব্যাটিং করছেন। জাকির ১০ রানে জীবন পেয়েছেন, প্রভাত জয়াসুরিয়ার বলে তার ক্যাচ ছেড়েছেন কিপার কুশল মেন্ডিস।
বল হাতে লঙ্কানদের সূচনা করেন দুই ফার্নান্ডো (বিশ্ব ফার্নান্ডো ও আসিথা ফার্নান্ডো)। বেশ সাবধানেই তাদের সামলান টাইগার দুই ওপেনার জয় ও জাকির। চতুর্থ ওভারের শেষ বলে প্রথম বাউন্ডারি মারেন জাকির। এরপর লাহিরু কুমারা ও প্রভাগ জয়াসুরিয়া আসলেও তাদের সামলান দারুণভাবেই।
এর আগে চতুর্থ দিনের প্রথম ঘণ্টার খেলা শেষ হওয়ার পরপরই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান করে দলটি। ফলে ৫১০ রানের লিড পায় তারা। সিলেট টেস্টেও ঠিক ৫১০ রানের লিড নিয়েছিল সফরকারীরা। ফলে জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। ড্র করতে হলে খেলতে হবে প্রায় দুইদিন।
Comments