শেষ ম্যাচেও অজিদের কাছে বিধ্বস্ত হয়ে হোয়াইটওয়াশড বাংলাদেশ

Bangladesh Women Vs Australia Women
ছবি: ফিরোজ আহমেদ

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিবর্ণ  পারফরম্যান্সের ধারাবাহিকতা থেকে শেষ ম্যাচেও বের হতে পারল না বাংলাদেশ। অজিদের বড় রানের জবাব দিতে নেমে ব্যাটাররা আরও একবার নিজেদের মেলে ধরতে ব্যর্থ। এবার নিগার সুলতানা জ্যোতিদের পড়তে হলো আরও বিব্রতকর পরিস্থিতিতে।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে অজিদের ১৫৫ রানের জবাবে টাইগ্রেসরা করতে পারে ৭৮  রান। এতে করে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও সবগুলো ম্যাচ হারল লাল সবুজের প্রতিনিধিরা।

চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ  ৩২  রান আসে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে। তবে সাতে নিয়ে ব্যাট করতে নামার আগেই ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

রান তাড়ায় প্রথম ওভারেই মুরশিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। বাঁহাতি ওপেনার মেগান শাটের বলে পেরির হাতে ধরা দিয়ে ফেরেন ২ বলে ১ রান করে।

তিনে নেমে রিতু মনি ২ চারে ভালো খেলার আভাস দিলেও টানতে পারেননি ইনিংস। টায়লা ভ্যালেমিনিকের স্লিপে বেথ মুনির দারুণ ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এদিন নিজেকে নিচে নামিয়ে নেন। রিতুর পর তিনে দেখা যায় স্বর্ণা আক্তারকে, চারে নামেন ফাহিমা খাতুন। স্বর্ণা ৩ বলে কোন রান না করেই নেন বিদায়।

আগের ম্যাচে ভালো শুরু পাওয়া ওপেনার দিলারা আক্তার এবার ক্রিজে কমে গিয়ে প্রভাব ফেলতে পারেননি। ১ চারে ১৮ বল খুইয়ে ১২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ৩৩ রানে ৪ উইকেট খাদের কিনারে চলে যায় স্বাগতিক দল। ছয়ে এসে রাবেয়া খান ৭ বল টিকে করেন ১ রান। অধিনায়ক জ্যোতি টপ অর্ডার থেকে নিজেকে নামিয়ে আনেন সাতে। তার তখন খুব বেশি কিছু করার অবস্থাও ছিলো না।

জ্যোতি ক্রিজে যাওয়ার খানিক পর ফাহিমা পুল করতে গিয়ে তুলে দেন সহজ ক্যাচ। শরিফা এসেই কাটা পড়েন এলবিডব্লিউতে, নাহিদা আক্তারও টিকতে পারেননি। বাকিটা সময়ে হারের ব্যবধানই কেবল কমিয়েছেন জ্যোতি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু আনেন অ্যালিসা হিলি। ওপেনিং জুটিতে ৩৯ আসার পর বেথ মুনিকে ফেরান শরিফা খাতুন।  তবে হিলির ব্যাটে পথেই থাকে অজিরা। ২৯ বলে ৪৫ করা অজি অধিনায়ককে আউট করে ব্রেক থ্রো আনেন নাহিদা আক্তার।

তিনে নেমে দ্রুতই ফেরেন এলিসা পেরি। অ্যাশলি গার্ডনারও থিতু ইনিংস বড় করতে পারেননি। পরের দিকে সফরকারীদের পুঁজি দেড়শো ছাড়াতে ভূমিকা রাখেন তাহিলা ম্যাকগ্রাথ। ২৯ বলে ২ চার, ২ ছক্কায় ৪৩ করে অপরাজিত থাকেন তিনি। আগের ম্যাচে ওপেনিং করা গ্রেইস হ্যারিস শেষ দিকে নেমে ১১ বলে ১৯ করে রাখেন বড় ভূমিকা।

অস্ট্রেলিয়া দেড়শো ছাড়ানোর পরই ম্যাচের গতিপথ অনেকটা পরিষ্কার হয়ে যায়। তবে বাংলাদেশের কাছ থেকে অন্তত কিছুটা লড়াই প্রত্যাশিত ছিলো। নিগার সুলতানা জ্যোতির দল জবাব দিতে নেমে তার ধারেকাছেও যেতে পারেনি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

4h ago