দুর্ঘটনায় আহত পাকিস্তানের দুই নারী ক্রিকেটার

Bismah Maroof, Ghulam Fatima

পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ ও লেগ স্পিনার গুলাম ফাতিমা সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পাকিস্তানের গণমাধ্যম জানায় শুক্রবার বিকেলে গাড়ি দুর্ঘটনায় পড়েন বিসমাহ ও ফাতিমা। শনিবার বিবৃতিতে পিসিবি জানায়, 'সামান্য আহত হওয়ার পর তাদের দুজনকে তাৎক্ষিণভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা পিসিবির মেডিকেল বিভাগের তত্তাবধায়নে আছেন।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজ সামনে রেখে এই দুজনই জাতীয় দলের ক্যাম্পে ছিলেন। করাচিতে আগামী ১৮ এপ্রিল তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টির সিরিজটি শুরু হওয়ার কথা।আহত দুই ক্রিকেটারের এই সিরিজ খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলো।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago