চেন্নাইয়ের একাদশে আছেন মোস্তাফিজ

জরুরী প্রয়োজনে হঠাৎ করেই দেশে ফিরে এসেছিলেন চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তাই সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে খেলতে পারেননি এই পেসার। তবে আবার একাদশে ফিরেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কাটার মাস্টারকে নিয়েই মাঠে নেমেছে চেন্নাই।
সোমবার চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। মোস্তাফিজ ফিরলেও এই ম্যাচে নেই মাথিশা পাথিরানা। ইনজুরির কারণে গত ম্যাচেও খেলতে পারেননি এই লঙ্কান পেসার।
দেশে ভিসার কাজ শেষে রোববার চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দেন মোস্তাফিজ। প্রত্যাশিতভাবেই এদিন ফিরলেন মূল একাদশে। আসরের প্রথম তিন ম্যাচে অংশ নিয়ে ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বেশ খরুচে ছিলেন এই পেসার। মোস্তাফিজ ছাড়া একাদশের বাকি তিন বিদেশি খেলোয়াড় হলেন রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও মহেশ থিকশানা।
এদিকে টানা দুই জয়ের টানা দুই হারে কিছুটা ব্যাকফুটে আছে চেন্নাই। অন্যদিকে টানা তিন ম্যাচে জিতে উড়ছে কলকাতা।
চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, সমীর রিজভি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, শার্দুল ঠাকুর, মোস্তাফিজুর রহমান, তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা
Comments