পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আজহার মাহমুদ

গুঞ্জন ছিল পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন মোহাম্মদ ইউসুফ। তবে তাকে নয়, স্বল্প মেয়াদে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। অন্যদিকে প্রধান কোচের দায়িত্ব না পেলেও ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন ইউসুফ।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আজহার মাহমুদকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দায়িত্ব পালন করবেন পাকিস্তানের হয়ে ১৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক এই অলরাউন্ডার।

অন্যদিকে স্পিন বোলিং কোচ সাঈদ আজমলকে দায়িত্ব দেওয়া হয়েছে আরও একটি সিরিজের জন্য। নিউজিল্যান্ড সিরিজেও থাকছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরেও এই দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই স্পিনার। এছাড়া ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক পেসার ও নির্বাচক ওয়াহাব রিয়াজকে।

মাহমুদ অবশ্য এর আগেও পাকিস্তান দলের সঙ্গে কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন তিনি। এছাড়া বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডেরও বোলিং কোচ তিনি।

ভারত বিশ্বকাপে ভরাডুবির পর আমূল পরিবর্তন হয় পাকিস্তান দলে। প্রধান কোচের দায়িত্ব ছাড়েন মিকি আর্থার। এরপর আর পাকাপাকিভাবে কোনো কোচ নিয়োগ দেয়নি দলটি। তবে পাকিস্তানের গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, সাদা বলের ক্রিকেটের জন্য গ্যারি কার্স্টেন ও লাল বলের ক্রিকেটের জন্য জেসন গিলেপ্সিকে প্রধান কোচ হিসেবে চূড়ান্ত করেছে তারা। চুক্তির সব আনুষ্ঠানিকতা শেষেই আসবে ঘোষণা।

উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ হবে ২০ ও ২১ এপ্রিল। ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে হবে শেষ দুই টি-টোয়েন্টি।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago