সাকিবের ঈদ আমেরিকায়, মুশফিকের বগুড়ায়

খেলা থাকলে অনেক সময় পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন না ক্রিকেটাররা। এবার ঈদের সময়টা পুরোপুরি ফাঁকা আর তাই স্বজনদের নিয়ে আনন্দ উৎসব করার সুযোগ মিলেছে সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তদের। বাংলাদেশের ক্রিকেট তারকারা নিজেদের মতন করে পার করছেন খুশির এই দিন।
সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে তাকে। নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে সাকিবের বাড়ি আছে। সেখানেই তিন সন্তান ও স্ত্রী উম্মে শিশিরকে নিয়ে সময় পার করছেন এই তারকা।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যান সাকিব। সেখান থেকে তিনি গেলেন যুক্তরাষ্ট্রে। ঈদের ছুটি পার করে দেশে ফিরে তার ঢাকা প্রিমিয়ার লিগ খেলার কথা আছে।
জাতীয় দলের তিন সংস্করণের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ করতে গেছেন নিজ শহর রাজশাহীতে। খেলা না থাকলে রাজশাহী ছাড়া অন্য কোথাও ঈদ করেন না তিনি। এবার পরিবার, বন্ধুজন নিয়ে ঈদ পালন করছেন তিনি।
সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বরাবরের মতন ঈদ পালন করতে গেছেন বগুড়ায়। ঈদের নামাজের ছবি দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ঈদ পালন করতে মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, নাহিদ রানাসহ বেশিরভাগ ক্রিকেটারই আছেন নিজেদের গ্রামের বাড়িতে। ঢাকার ছেলে তাসকিন আহমেদের ঈদ কাটছে রাজধানী শহরে।
বাকিদের অবসরের মাঝে মোস্তাফিজুর রহমানের ঈদ অবশ্য ভিন্ন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি। দলের সঙ্গে ঈদ করতে মোস্তাফিজ আছেন মুম্বাইয়ে। আগামী ১৪ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে খেলবে চেন্নাই। জানা গেছে ঈদের দিনে মোস্তাফিজদের জন্য বিশেষ আয়োজন রেখেছে তার দল চেন্নাই।
ঈদের ছুটি কাটিয়েই অবশ্য শুরু হয়ে যাবে ক্রিকেটীয় ব্যস্ততা। ১৫ এপ্রিল থেকে আছে প্রিমিয়ার লিগের ব্যস্ততা। প্রিমিয়ার লিগের পর পরই জাতীয় দলের খেলোয়াড়রা ঢুকে যাবেন জিম্বাবুয়ে সিরিজের অনুশীলনে। চলতি মাসের শেষ দিকে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। সিরিজটি শেষ হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ দল।
Comments