কানাডার হয়ে খেলতে পারতেন বুমরাহ

অনেক বছর ধরেই ভারতীয় ক্রিকেটের বোলিং লাইনআপের নেতৃত্ব দিয়ে আসছেন জাসপ্রিত বুমরাহ। ভারত তো বটেই বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেসার তিনি। এই পেসার কি-না খেলতে পারতেন কানাডার হয়ে! কারণ জীবনের এক পর্যায়ে কানাডায় স্থায়ী হবার কথা ভেবেছিলেন বুমরাহ।
একজন পেসার হিসেবে পূর্ণ ক্রিকেটার মানা হয় বুমরাহকে। সুইং, স্লোয়ার কিংবা ইয়র্কার, সব ধরণের অস্ত্রই রয়েছে তার ঝুলিতে। বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন তিনি। এরমধ্যেই জিও সিনেমায় এক সাক্ষাৎকারে তার স্ত্রী সঞ্জনা গনেশনকে নিয়ে ক্রিকেটীয় জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও একাধিক তথ্য জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।
জীবনের একটা সময়ে পুরো পরিবার নিয়ে কানাডায় চলে যাওয়ার কথা ভেবেছিলেন বুমরাহ। সেখানে গিয়ে সেখানকার ক্রিকেট দলের হয়ে খেলার কথাও ভেবেছিলেন। জিও সিনেমার সেই শো'তে বুমরাহকে প্রশ্ন করেন সঞ্জনা, 'তুমি কানাডাতে যেতে চেয়েছিলে? সেখানে নতুন ভাবে জীবন শুরু করতে চেয়েছিলে?'
উত্তরে বুমরাহ বলেন, 'প্রত্যেক ক্রিকেটার স্বপ্ন দেখে জাতীয় দলের হয়ে খেলার। সবাই জাতীয় দলের হয়ে ভালো খেলতে চায়, নাম কামাতে চায়। একজন ক্রিকেটারের কাছে এটাই সবচেয়ে বড় স্বপ্ন। ভারতে ক্রিকেট খেলাটা অনেক বড় বিষয়। এখানে প্রতিটি গলিতে অনন্তপক্ষে পাঁচজন ক্রিকেটার রয়েছে। যাদের সবার স্বপ্ন ভারতের হয়ে ক্রিকেট খেলা। ফলে এখানে একটা ব্যাকআপ পরিকল্পনা থাকা খুব গুরুত্বপূর্ণ।'
'আমার অনেক আত্মীয় ওখানে (কানাডায়) বাস করেন। ফলে আমি ভেবেছিলাম যে আমি এখানে পড়াশোনা শেষ করব। তারপর কানাডাতে পাড়ি জমাব। প্রথমেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পরিবার সহ আমরা সকলেই কানাডা যাব। তবে আমার মা এখানে স্কুলের প্রিন্সিপাল হয়ে যান। ফলে উনি যেতে চাননি। কারণ ওখানকার মানুষজন আলাদা, সংস্কৃতি আলাদা,' যোগ করেন বুমরাহ।
তখন কানাডা চলে গেলে এখন সেই দেশের হয়ে ক্রিকেট খেলতেন বলে জানান তিনি, 'আমি তাই খুব সৌভাগ্যবান যে এখানে সবকিছু আমার পরিকল্পনা মত হয়েছে। আমি জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছি। তা না হলে আমি কানাডার ক্রিকেট দলের হয়ে খেলার চেষ্টা করতাম। অথবা অন্য কিছু করতাম। আমি খুশি যে আমি এখানে কিছু করে উঠতে পেরেছি। আমি খুশি যে আমি ভারত ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছি।'
Comments