ছয় ছক্কায় যুবরাজ, পোলার্ডের বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন নেপালের দীপেন্দ্র

ওভারের প্রতি বলেই ছক্কা, কঠিন কাজটি তৃতীয়বারের মতন দেখল আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের পর এই রেকর্ডে নাম লেখালেন নেপালের দীপেন্দ্র সিং আইরে।
কাতারের আম আমেরাত মাঠে শনিবার এসিসির টি-টোয়েন্টি প্রিমিয়ারের কাপে স্বাগতিক দলের বিপক্ষে এই কীর্তি গড়েন দীপেন্দ্র। ২১ বলে ৬৪ করার পথে ৩ চারের সঙ্গে ৭ ছক্কা মারেন দীপেন্দ্র। যার ছয়টি আসে এক ওভারে।
ইনিংসের শেষ ওভারের আগে ১৫ বলে ২৮ রানে ক্রিজে ছিলেন দীপেন্দ্র। কামরান খানের করা ওই ওভারের প্রতিটি বল উড়িয়ে সীমানা ছাড়া করেন ডানহাতি ব্যাটার। এক ওভারের ঝড়ে ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন ২১ বলে ৬৪ রানে। তার ঝড়ে ২১০ রানের পাহাড় গড়ে নেপাল। জবাবে ১৭৮ রানে গুটিয়ে ৩২ রানে ম্যাচ হারে কাতার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওভারের প্রতি বলে ছক্কা মারার প্রথম কৃতিত্ব ভারতের যুবরাজের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কায় বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুবরাজ। ২০২১ সালে শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়াকে ওভারে ছয় ছক্কা মেরে তার সঙ্গী হয়েছিলেন ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটার পোলার্ড।
Comments