বাঙালি সাংবাদিকদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাওয়ালেন গম্ভীর 

gautam gambhir

পহেলা বৈশাখের দিন ইডেন গার্ডেন্সে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে লড়ছে কলকাতা নাইট রাইডার্স। তার আগের দিন সংবাদ সম্মেলনে বাঙালির সবচেয়ে বড় উৎসবে সামিল হলেন দিল্লির ছেলে গৌতম গম্ভীর। 

দিল্লির হলেও  আইপিএল সূত্রে আপাতত গম্ভীর এখন কলকাতার। নাইট রাইডার্স মেন্টর হিসেবে রেখেছে তাকে। কলকাতার দলের সদস্য হওয়ায় পহেলা বৈশাখ উৎসবের কথা স্মরণ করলে তিনি। 

শনিবার ইডেনে সংবাদ সম্মেলনে দুই হাড়ি রসগোল্লা নিয়ে আসেন গম্ভীর। প্রশ্নোত্তর পর্ব শেষ হলে গম্ভীর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'কাল (আজ) নতুন বছর। সেজন্য আপনাদের জন্য মিষ্টি এনেছি। কাজেই সানন্দে খান এবং কিছু ক্যালরি বাড়ান। 

চলতি আইপিএলে গম্ভীরের পরিচালনায় ভালো করছে। প্রথম চার ম্যাচের তিনটা জিতেছে তারা। পঞ্চম ম্যাচে ঘরের মাঠে লক্ষ্ণৌর বিপক্ষে খেলছে দলটি। 

গম্ভীরের নেতৃত্বে কলকাতার আইপিএল জেতার ইতিহাস আছে। খেলা ছাড়ার পর মেন্টর হয়ে যাওয়া সাবেক এই ক্রিকেটার গত বছর পর্যন্ত ছিলেন লক্ষ্ণৌর দায়িত্বে। এবার সেই দল ছেড়ে যোগ দিয়েছেন কলকাতায়।
 

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

2h ago