হতাশা ঝেড়ে এবার ছন্দে ফিরলেন স্টার্ক

Mitchell Starc
ছবি: আইপিএল

আগের দিনই মিচেল স্টার্ককে নিয়ে তেতো প্রশ্নের জবাব দিতে হয়েছিল গৌতম গম্ভীরকে। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের সমর্থনেই কথা বলেন। দলের আস্থার দারুণ প্রতিদান পরের দিনই দিলেন অস্ট্রেলিয়ান বড় তারকা স্টার্ক।

রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে লক্ষ্ণৌ সুপার জায়ান্টকে ১৬১ রানে আটকে রাখতে মূল ভূমিকা স্টার্কের। ৪ ওভার বল করে ২৮ রানে ৩ উইকেট নেন তিনি।

প্রতিপক্ষকে নাগালের মধ্যে আটকে ফিল সল্টের ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে কলকাতা। পাঁচ ম্যাচ খেলে ৪ জয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান তাদের।

টস জিতে বোলিং বেছে নেওয়া কলকাতাকে শুরুতে উইকেট এনে দেন ভৈবব আরোরা। ৮ বলে ১০ করা কুইন্টেন ডি কককে তুলে নেন তিনি।

পঞ্চম ওভারে প্রথম শিকার ধরেন স্টার্ক। দীপক হুডাকে ক্যাচ বানান এই পেসার। ইনিংসের একদম শেষ ওভারে জোড়া শিকার ধরেন অস্ট্রেলিয়ান পেসার। নিকোলাস পুরানকে উইকেটের পেছনে ক্যাচ বানানোর পর দারুণ ইয়র্কারে উপড়ে দেন আরশাদ খানের স্টাম্প।

বেশ ভালো উইকেটে সহজ রান তাড়ায় সুনিল নারাইন ও আক্রিশ রঘুবংশি না পারলেও সল্ট ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে অনায়াসে জিতে কলকাতা। ৪৬ বলে ৮৫ রানের ইনিংস খেলে তাতে বড় ভূমিকা রাখেন সল্ট।

স্টার্কের ছন্দে ফেরা কলকাতার জন্য নিঃসন্দেহে বড় খবর। দল জয়ের ভেতর থাকলেও আগের ম্যাচগুলোতে তিনি ছিলেন অচেনা। নিলামে তাকে ইতিহাসের সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছিলো কলকাতা। প্রথম চার ম্যাচে ১৫৪ রান খরচায় স্রেফ ২ উইকেট তুলে প্রশ্নের মুখে পড়েন স্টার্ক। পঞ্চম ম্যাচে এসে দারুণ বল করে অজি বাঁহাতি পেসার দিলেন আগামীতে আরও বড় কিছুর আভাস।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago