আইপিএলের এক ম্যাচে যতো রেকর্ড

Pat Cummins and Faf Du plessis
৫৪৯ রানের ম্যাচের পর দুই অধিনায়ক

ছক্কা মারা যেন অতি সহজ এক কাজ। সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দেখলে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। শুধু ছক্কা কেন, রেকর্ড হলো সবচেয়ে বেশি বাউন্ডারির। স্বীকৃত সব ধরণের টি-টোয়েন্টিতে দুই দল মিলিয়ে এত রানও আর দেখেছি ক্রিকেট।

সোমবার চিন্বাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে হয়েছে রেকর্ডের ছড়াছড়ি। তার একটি এককভাবে বিশ্ব রেকর্ড, দুটি যৌথভাবে। আইপিএল রেকর্ড তো আছেই।

আগে ব্যাটিং পেয়ে সানরাইজার্স বিস্ফোরক ব্যাটিংয়ে স্কোরবোর্ডে জমা করে ২৮৭ রান, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। সব রকমের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। জবাবে ২৬২ পর্যন্ত করতে পারে বেঙ্গালুরুর। দুই দল মিলিয়ে আসে ৫৪৯ রান, যা টি-টোয়েন্টি ইতিহাসেরই সর্বোচ্চ।

স্বীকৃত টি-টোয়েন্টিতে দুই দল মিলিয়ে মোট রানের বিশ্ব -রেকর্ড

৫৪৯, সানরাইজার্স বনাম বেঙ্গালুরু, ২০২৪
৫২৩, সানরাইজার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ২০২৪
৫১৭, ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০২৩
৫১৫, মুলতান সুলতান্স বনাম কোয়েটা গ্লাডিয়েটর্স, ২০২৩
৫০৬, সারে বনাম মিডলসেক্স, ২০২৩

একটি টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ বাউন্ডারি

৮১, সানরাইজার্স বনাম বেঙ্গালুরু
৮১, ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা
৭৮, মুলতান সুলতান বনাম কোয়েটা গ্লাডিয়েটর্স

একটি টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ছক্কা

৩৮, সানরাইজার্স বনাম বেঙ্গালুরু, ২০২৪
৩৮, সানরাইজার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ২০২৪
৩৭, বালখ লিজেন্ডস বনাম কাবুল জাওয়ান, ২০১৮
৩৭, জ্যামাইকা তালাওয়াস বনাম সেন্ট কিটস এন্ড নেভিস, ২০১৯

Comments

The Daily Star  | English

Disrupting office work: Govt employees can be punished within 8 days

The interim government has moved to amend the Government Service Act-2018 to allow swift disciplinary action against its employees who will be found guilty of disrupting official activities.

6h ago