উইজেডেনের সেরার স্বীকৃতি পেলেন কামিন্স ও ব্রান্ট

Pat Cummins and Nat Sciver-Brunt

২০২৩ সালের পারফরম্যান্স দিয়ে আইসিসির বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ও ইংল্যান্ডের সিভার-ব্রান্ট। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজেডেনের সেরার স্বীকৃতিও পেলেন তারা। । উইজডেনের 'লিডিং ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড' হয়েছেন এই দুজন।

সোমবার উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ২০২৪ সংস্করণ প্রকাশিত হয়েছে। তাতে অনুমিতভাবেই সেরা হয়েছেন কামিন্স ও ব্রান্ট।

২০২৩ সালে ব্যাটিং, বোলিং ও অসাধারণ নেতৃত্বে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানোয় এমন স্বীকৃতির বড় দাবিদার ছিলেন কামিন্স। ২০১২ সালে মাইকেল ক্লার্কের পর কোন অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেটার পেলেন উইজডেনের এই স্বীকৃতি। মেয়েদের ক্রিকেটে বছর জুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে ব্রান্টও ছিলেন এগিয়ে।

ঐতিহ্যবাহী উইজেডেন মর্যাদাপূর্ণ 'বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকাও প্রকাশ করেছে। তাতে ঠাঁই পেয়েছেন, অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা, মিচেল স্টার্ক, অ্যাশলি গার্ডনার এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও মার্ক উড। এছাড়া   'লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার' হয়েছেন ক্যারিবিয়ান নারী ক্রিকেটার হেইলি ম্যাথিউস।

টেস্ট ক্রিকেটে দুর্দান্ত নৈপুণ্যের জন্য  'উইজডেন ট্রফি ফর আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল টেস্ট পারফরম্যান্স' জিতেছেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড।

আন্তর্জাতিক ক্রিকেটে ও ইংলিশ গ্রীষ্মে ঘরোয়া পারফরম্যান্স বিচার করে বেছে নেওয়া হয় সেরা ক্রিকেটার। 

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

2h ago