‘জয় নিয়ে প্যারিসে ফিরতে চাই’

achraf hakimi and luis enrique

নিজেদের মাঠে প্রথম লেগে ভালো খেলেও বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যেতে তাদের সমীকরণ তাই বেশ কঠিন। প্রতিপক্ষে মাঠে জিততেই হবে। তবে এমন চ্যালেঞ্জেও আত্মবিশ্বাসী ফরাসী জায়ান্টরা। কোচ লুইস এনরিকে ও ডিফেন্ডার আশরাফ হাকিমি বলছেন, প্রথম লেগের ফল বদলে দিতে পুরোপুরি প্রস্তুত তারা।

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বার্সার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নামবে দুদল।

তার আগের দিন সংবাদ সম্মেলনে কোচ এনরিকে জানান, প্রথম মিনিট থেকে প্রতিপক্ষকে চেপে ধরে ফল নিজেদের পক্ষে আনবেন তারা,  'আমরা বিশ্বাস করি যে এই স্কোরলাইন বদলে দিতে পারব। প্রথম লেগে দুই দলই তুমুল লড়াই করেছে। তবে আমাদের প্রত্যাশার প্রতিফলন হয়নি ফলে। এখন আমাদের জেতার জন্য খেলতে হবে।'

'আমরা শুরুতেই ওদের চেপে ধরব, আমাদের দখলে যখন বল থাকবে চাইবে যতটা সম্ভব সুযোগ তৈরি করতে। আমরা জানি কি করতে হবে। আমরা ভালো অবস্থায় আছি।'

প্রথম লেগে চোটের কারণে ছিলেন না ডিফেন্ডার আশরাফ হাকিমি। চোট পার করে এবার ফিরেছেন মরক্কোর এই ডিফেন্ডার। ফিরেই তিনি শুনিয়েছেন প্রবল আশাবাদী কথা,   'আমরা প্রথম লেগের ফল বদলে দিতে মরিয়া আছি, জয় নিয়ে প্যারিসে ফিরতে চাই। আমাদের অনুপ্রেরণা অনেক উঁচুতে। ম্যাচ শুরুর জন্য তর সইছে। জেতাই আমাদের লক্ষ্য, আমাদের লক্ষ্য সমর্থকদের সেটা দেওয়া।'

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

7h ago