হেডের সঙ্গে দারুণ বোঝাপড়ায় অমন বিস্ফোরক ব্যাটিং, জানালেন অভিষেক

পাঞ্জাবের ছেলে অভিষেক জানালেন তিনি মূলত হেডের একজন বড় ভক্ত। পছন্দের খেলোয়াড়কে কাছে পেয়ে যোগাযোগ পোক্ত করা সুবিধা হয়েছে তার,
Travis Head & Abhishek Sharma

দুজনের ব্যাটিং দেখলে মনে হবে যেন হাইলাইটস চলছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শনিবার পাওয়ার প্লের প্রতি  বলই যেন ছিলো একেকটি দারুণ ইভেন্ট। চার-ছক্কার ঝড়ে ট্রেভিস হেড-অভিষেক শর্মা মিলে গড়েছেন বিশ্ব রেকর্ড। তরুণ বাঁহাতি ব্যাটার বলছেন তাদের সাফল্যের পেছনে কাজ করছে দুজনের দারুণ বোঝাপড়া।

৬ ওভারে ১২৫ রান। ওভারপ্রতি ২০ রানের বেশি।  শুনতে অবিশ্বাস্য লাগলেও শনিবার রাতে এমনটাই করে দেখিয়েছেন অভিষেক-হেড। স্বীকৃত টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি।

সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার এবার আইপিএল জুড়ে যেন করছেন তোলপাড় করা ব্যাটিং। তাদের জুটিতে সানরাইজার্স প্রতি ম্যাচেই পাচ্ছে বিস্ফোরক জুটি।দিল্লির বিপক্ষে ৬.২ ওভারে তারা আনেন ১৩১ রান। ১২ বলে ৪৬ করে আউট হন অভিষেক। ৩২ বলে ৮৯ রান করেন অস্ট্রেলিয়ান হেড। 

দিল্লির বিপক্ষে ৬৭ রানের জয়ের পর পাঞ্জাবের ছেলে অভিষেক জানালেন তিনি মূলত হেডের একজন বড় ভক্ত। পছন্দের খেলোয়াড়কে কাছে পেয়ে যোগাযোগ পোক্ত করা সুবিধা হয়েছে তার, 'এই মৌসুমের আগেও পাঞ্জাবের খেলোয়াড়রা জানে ট্রেভিসকে আমি কতটা ভক্তি কর তিন সংস্করণেই। ভাগ্যবান যে তাকে আমাদের দলে পেয়েছি। এটা খুব ভালো।'

'তাকে ব্যাট করতে দেখা দারুণ আনন্দের। আমরা মাঠে অনেক কথা বলি। এটা সাহায্য করে। সে এমন একজন যার সঙ্গে আমি পুরো মৌসুম ব্যাট করতে মুখিয়ে আছি।'

হেড, অভিষেক দুজনেই আইপিএলে তুলছেন ঝড়। হেড ৬ ম্যাচে ৫৪ গড় আর ২১৬ স্ট্রাইকরেটে করেছেন ৩২৪ রান। অভিষেক ৭ ইনিংসে ২৫৭ রান করেছেন ২১৫.৯৬ স্ট্রাইকরেটে। অভিষেক একটা জায়গায় হেড থেকেও এগিয়ে। ২৫৭ রানের ২১৬ রানই তিনি এনেছেন বাউন্ডারি থেকে। মেরেছেন এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ ২৪ ছক্কা, চার মেরেছেন ১৮টি।

২৩ পেরুনো বাঁহাতি ব্যাটার বলছেন, টুর্নামেন্টের আগে পরিষ্কার চিন্তা ভাবনা আর কঠোর পরিশ্রমের ফল পাচ্ছেন তিনি,   'এই আইপিএলের আগে আমার মাথা পরিষ্কার ছিলো। আমি আমার ব্যাটিংয়ের ধরণ নিয়ে পরিষ্কার ছিলাম, পারফর্ম করতে উদগ্রীব ছিলাম। আমি খুবই রোমাঞ্চিত ছিলাম।'

'আমার মনে হয় টুর্নামেন্টের আগে কঠোর পরিশ্রম আমাকে সাহায্য করছে।'

Comments

The Daily Star  | English

Goods worth Tk 16k imported at Tk 2.63 crore

State-run Power Grid Company of Bangladesh Ltd (PGCBL) imported 68 kilograms of tower bolts, nuts and washers from India for a whopping $2,39,695 or Tk 2.63 crore, which is 1,619 times the contract value.

5h ago