ব্যাটিংয়ে সমস্যা দেখছেন না বাবর, তবে ভিন্ন মত শাদাবের

টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানি ব্যাটারদের ব্যাটিংয়ের ধরণ আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। তার উপর আগের দিন দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের বিপক্ষে আগের দিন হেরে যাওয়ায় আবারও আলোচনায় তাদের ব্যাটিংয়ের ধরন। যদিও এমনটায় সমস্যার কিছু দেখছেন না অধিনায়ক বাবর আজম। তবে ব্যাটারদের কাছ থেকে 'ইম্প্যাক্টফুল ইনিংস' প্রত্যাশা করেন বাবরের ডেপুটি শাদাব খান।
রোববার রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান করে স্বাগতিকরা। জবাবে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে সফরকারী নিউজিল্যান্ড।
ওপেনিংয়ে নেমে সিয়াম আইয়ব কিছুটা আগ্রাসী ছিলেন। ফলে পাওয়ার প্লেতে ৫৪ রান তোলে দলটি। তবে টপ অর্ডারের বাকি দুই ব্যাটার কিছুটা দেখে শুনেই খেলেছেন। ২৯ বলে ৩৭ করেন বাবর। আর মোহাম্মদ রিজওয়ান চোটে পরে মাঠ ছাড়ার আগে ২১ বলে করেন ২২ রান। ফলে পরের সাত ওভারে ওঠে মাত্র ৫১ রান। শেষ দিকে শাদাব খানের ২০ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসে শেষ ৭ ওভারে ৭৫ রান তুললে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। কিন্তু ম্যাচ শেষে তা যথেষ্ট হয়নি। কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যানের ৪২ বলে ৮৭ রানের ইনিংসে হারতে হয় পাকিস্তানকে।
তবে নিজেদের ব্যাটিংয়ে কোনো সমস্যা দেখছেন না অধিনায়ক বাবর, 'আমার মনে হয় না এটা (রানের গতি কমে যাওয়া) পার্থক্য গড়েছে; কারণ, আমরা শেষে তা পুষিয়ে দিয়েছি। আপনি বলতে পারেন আমরা ১০ রান কম করেছি। দুর্ভাগ্যজনকভাবে রিজওয়ানের চোটে ধাক্কা খেয়েছি। কারণ, নতুন ব্যাটারদের জন্য সহজ ছিল না। তবে শাদাব পুষিয়ে দিয়েছে, ইরফানের সঙ্গে দারুণ জুটি গড়েছে। পিণ্ডিতে ১৮০-১৯০ জয়ের মতো স্কোর।'
বাবর না মানলেও ব্যাটিংয়ে ঘাটতির কথা ঠিকই বললেন পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ, 'আমরা অনেক ভালো শুরু করেছিলাম, প্রথম ৬ ওভারে আমাদের স্কোর ছিল ৫৪ রান, যেটি বেশ ভালো। শেষে শাদাবের ইনিংসও দারুণ ছিল। (তবে) মাঝের ওভারে আমরা ধীরগতির ছিলাম। ৭ থেকে ১০ ওভার এবং এরপর ১১ থেকে ১৫ ওভারের মধ্যে। বল তখন পিচে ধরছিল, আমরা গতি কমিয়ে ফেলেছি। এসব ব্যাপারে আমাদের উন্নতি করা শিখতে হবে।'
অন্যদিকে বড় ইনিংসের চেয়ে ইমপ্যাক্টফুল ইনিংসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সহ-অধিনায়ক শাদাব বললেন, 'কখনও কখনও, ইমপ্যাক্টফুল ইনিংস বেশি প্রয়োজন হয়, বিশেষ করে এই সময়ের টি-টোয়েন্টি ক্রিকেটে। টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করা খুব কঠিন নয়, কিন্তু ইমপ্যাক্টফুল ইনিংস খেলা কঠিন।'
Comments