জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার

Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার

জিম্বাবুয়ে সিরিজের জন্য তিন দিনের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আর সেই ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন ১৭ ক্রিকেটার। যেখানে রয়েছেন লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া রয়েছেন তরুণ পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ ও তানভির ইসলামও। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অনুশীলন ক্যাম্পের জন্য ১৭ ক্রিকেটারের নাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলে পারফরম্যান্সের ধারাবাহিকতা ঢাকা প্রিমিয়ার লিগেও ধরে রেখে জাতীয় দলের ক্যাম্পে ফিরলেন সাইফউদ্দিন। চার ইনিংসে ব্যাট করে ১০১ রানের পাশাপাশি ১০ ইনিংসে উইকেট নিয়েছেন ১৩টি। এছাড়া প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্স করার পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন ইমনও। এখন পর্যন্ত ১২ ম্যাচে তিনটি সেঞ্চুরিসহ ৪৮.৭৫ গড়ে করেছেন ৫৮৫ রান। ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন তানভির ইসলাম।

সাদা বলে অফফর্মের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ থেকে বাদ পড়া লিটন দাসও রয়েছেন ডাক পাওয়া ক্রিকেটারদের তালিকায়। সাদা বলের অফফর্ম বজায় ছিল লাল বলেও। টেস্ট সিরিজে থাকলেও সেখানে কাণ্ডজ্ঞানহীন সব শটে আউট হয়েছিলেন তিনি। তারপরও ডাকা হয়েছে এই ক্রিকেটাররা।

তবে এই ক্যাম্পে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। জানা গেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে ছুটিতে রয়েছেন তিনি। এছাড়া আইপিএল খেলতে ভারতে থাকায় নেই পেসার মোস্তাফিজুর রহমানও। আগামী ২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার।

গত শনিবার ক্রিকেটারদের প্রস্তুতির প্রথম পর্ব হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়েছিলেন জাতীয় দলের বিবেচনায় থাকা প্রায় ৩৫ ক্রিকেটার। সেখানে অবশ্য ছিলেন না ডাক পাওয়া সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। প্রিমিয়ার লিগে টানা ম্যাচ খেলায় ঝুঁকি নেননি তাসকিন। আর চোটের কারণে ছিলেন না সৌম্য।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ মে থেকে। একই মাঠে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। এরপর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১০ ও ১২ মে। এরজন্য আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল।  

অনুশীলন ক্যাম্পের ডাক পাওয়া ১৭ ক্রিকেটার

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মুরাদ, সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

2h ago