শেষ দুই ম্যাচে রিজওয়ানকে নিয়ে শঙ্কায় পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হারা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। ফলে সিরিজের শেষ দুই ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে পাকিস্তান দলের। এমনটাই জানিয়েছে পাকিস্তানি টিভি চ্যানেল জিও।
আজ মঙ্গলবার রিজওয়ানের স্ক্যান রিপোর্ট পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজমেন্ট। জানা গেছে তার ডান কাফের পেশীতে গ্রেড ওয়ানের টিয়ার রয়েছে। তাকে ১০ দিনের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
রিজওয়ান ছিটকে পড়লে নিঃসন্দেহে বড় ধাক্কা খাবে পাকিস্তান। এরমধ্যেই অনুশীলনের সময় ডান কাফের অস্বস্তি অনুভব করায় নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়েছেন আরেক উইকেটরক্ষক-ব্যাটার আজম খান।
রোববার রাওয়ালপিণ্ডিতে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে অনন্য এক রেকর্ড গড়েন রিজওয়ান। বিরাট কোহলি ও বাবর আজমকে পেছনে ফেলে দুদিন আগেই টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রান করে
ন তিনি। এরপর চোটে পরে মাঠ ছাড়তে বাধ্য হন এই ক্রিকেটার।
তৃতীয় টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতা। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে অনায়াসেই জিতেছিল পাকিস্তান। আগামী ২৫ এবং ২৭ এপ্রিল সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।
Comments