পাকিস্তান দলকে ঐক্যবদ্ধ করতে চান কার্স্টেন

২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন গ্যারি কার্স্টেন। সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার পরে কোচ হয়েছিলেন নিজে দেশেরও। এবার সাদা বলের সংস্করণে পাকিস্তানের কোচ হয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।
রবিবার কার্স্টেনকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে প্রধান কোচ করার ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। টেস্টে কোচ করা হয় সাবেক অজি পেসার জেসন গিলেস্পিকে। তিন সংস্করণেই সহকারী কোচ আজহার মেহমুদ।
পাকিস্তানের নতুন কোচদের মধ্যে কার্স্টেনই সবচেয়ে অভিজ্ঞ, ক্যারিয়ারও তার ঋদ্ধ। দুটি জাতীয় দল ছাড়াও আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার। চলমান আইপিএলেও গুজরাটের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।
আইপিএলের পর পাকিস্তানের সঙ্গে যোগ দেবেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমদের সামলাবেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে কার্স্টেন বলেছেন, তার লক্ষ্য পাকিস্তান দলের প্রতিভাবান তারকাদের ঐক্যবদ্ধ করা, 'ক্রিকেটের সৌন্দর্যের একটা সুন্দর দিক হলো সার্বজনীনতা। আমার লক্ষ্য হচ্ছে পাকিস্তানের সাদা বলের পুরুষ দলকে ঐক্যবদ্ধ করা। একটা নির্দিষ্ট লক্ষ্যে তাদের প্রতিভাবে এক করে কাজে লাগাতে চাইব।'
'সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের পুরষ দলকে কোচিং করানোর দায়িত্ব পাওয়া দারুণ এক সম্মান। এরমধ্যে দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফিরছি। আমি সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে আছি। পাকিস্তানের পুরুষ দলকে সাদা বলের ক্রিকেটে ইতিবাচকভাবে অবদান রাখাই লক্ষ্য আমার।'
Comments