মোস্তাফিজ ও ধোনির 'প্রথমে' হারল চেন্নাই

অনাপত্তিপত্রের সময় শেষ। আগামীকালই ফিরতে হবে বাড়ি। এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ ম্যাচে মাঠে নামেন মোস্তাফিজুর রহমান। আর শেষ দিনে পাঞ্জাব কিংসের বিপক্ষে ভালো বোলিং করলেও উইকেটশূন্য থাকেন এই পেসার। যা চলতি আসরের প্রথমবারের মতো কোনো ম্যাচে উইকেট পেলেন না কাটার মাস্টার।
মোস্তাফিজের মতো এবারের আসরে একটি প্রথমের দেখা পেয়েছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। চলতি আসরে এই ম্যাচের আগে কোনো ম্যাচে আউট হননি তিনি। বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে আউট হওয়ার স্বাদ পান তিনি। যদিও তাকে আউট করতে পারেননি কোনো বোলার। হার্শাল প্যাটেলের থ্রোতে রানআউট হয়েছেন ব্যক্তিগত ১৪ রানে।
মোস্তাফিজ আর ধোনির প্রথমে অবশ্য হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে পাঞ্জাব কিংস। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রুতুরাজ গায়কোয়ারের ৬২ রানে ভর করে ৭ উইকেটে ১৬২ রান করে চেন্নাই। জবাবে জনি বেয়ারস্টো ও রিলে রুশোর দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় পাঞ্জাব।
এদিন ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে নিয়ে মাত্র ৩ রান খরচ করেন। দ্বিতীয় ওভারে অবশ্য কিছুটা খরুচে ছিলেন তিনি। শেষ দুই বলে বাউন্ডারি দেওয়ায় খরচ করেন ১০ রান। ১৫তম ওভারে বল করতে এসে মেডেন তুলে নেন কাটার মাস্টার। তবে নিজের শেষ ওভারে ৯ রান দেন তিনি। যদিও এরমধ্যে ৪টি ছিল ওয়াইড। সবমিলিয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।
Comments