চট্টগ্রামে বিশ্রামের দিনে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

'কী এক মধুর সময় ছিলো! ফিরিয়ে আনা যাক মুহূর্তগুলো।'- পুরনো বিখ্যাত এক ছবি পোস্ট করে এমনটাই লিখেছেন মাহমুদউল্লাহ।
হোটেল কক্ষে এক বিছানায় বসে আছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। এই ছবিটি অনেকেরই চেনা। অনেকবারই সোশ্যাল নানানভাবে ভাইরাল হয়েছে। বাংলাদেশের কোন এক সিরিজের সময় আড্ডায় মাতোয়ারা দেশের ক্রিকেটের আলোচিত পাঁচ চরিত্র। যাদের এখন আর বদলে যাওয়া বাস্তবতায় একসঙ্গে দেখা যায় না।
শুক্রবার দুই দফা বৃষ্টি বাগড়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে জিতে ম্যাচ শেষে হোটেলে ফিরতে অনেক রাত হয়েছে ক্রিকেটারদের। শনিবার স্বাভাবিকভাবেই কোন অনুশীলন রাখা হয়নি। বিশ্রামের দিন হোটেলে বসেই পার করছেন মাহমুদউল্লাহ। এমন আয়েশি দিনে তাকে হয়ত ঘিরে ধরল পুরনো স্মৃতি।
বর্তমান স্কোয়াডে ছবি পাঁচজনের মধ্যে দলে আছেন কেবল তিনি। ঢাকায় শেষ দুই ম্যাচে হয়ত যোগ দেবেন সাকিব। বিশ্বকাপেও এই পাঁচজন থেকে কেবল তাদের দুজন থাকবেন। মাশরাফি আন্তর্জাতিক খেলা ছেড়েছেন বেশ আগে। টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসরে গেছেন তামিম ও মুশফিকও। মুশফিক বাকি দুই সংস্করণ খেললেও তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরার আভাস দেই।
মাহমুদউল্লাহ পুরনো সময় ফেরাতে চাইলেও হয়ত তা আর আগের মতন ফিরবে না। এমনকি একসঙ্গে পাঁচজনকে বসে আড্ডা দেওয়ার পরিস্থিতিও আর নেই। সাকিব ও তামিম বহুদিন হলো কেউ কারো সঙ্গেই কথা বলেই না। তাদের বিরোধ এতই চরমে যে তা আর জোড়া লাগার অবস্থায় নেই।
Comments