টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে তাসকিন 

Taskin Ahmed
ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতেই দারুণ বল করেন তাসকিন আহমেদ। এর ফলও পেয়েছেন তিনি। সংক্ষিপ্ততম সংস্করণের বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা ২৬তম অবস্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার। 

বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে দেখা যায় তাসকিন ছাড়াও উন্নতি হয়েছে শেখ মেহেদী হাসানের। ব্যাটারদের মধ্যে এগিয়েছেন মাহমুদউল্লাহ ও তাওহিদ হৃদয়। 

চট্টগ্রামে হয়ে যাওয়া তিন ম্যাচে ওভারপ্রতি স্রেফ ৪.৪১ রান করে ৬ উইকেট নেন তাসকিন। প্রথম  ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নেওয়ার পর পরের ম্যাচে ১৮ রানে পান ২ উইকেট। তৃতীয় ম্যাচে ২১ রানে পান এক উইকেট। এতে করে ছয় ধাপ লাফ দিয়ে ২৬ নম্বরে উঠেছেন তিনি। 

প্রথম দুই ম্যাচ খেলে ছয় ধাপ এগিয়ে ২২ নম্বরে শেখ মেহেদী। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার উপরে। সফরকারী জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিও ভালো করেছেন। তিন ম্যাচে চার উইকেট নিয়ে ৫ ধাপ এগিয়ে ৬৯ নম্বরে তিনি। 

ছন্দ হারানো লিটন দাস তিন ম্যাচে স্রেফ ৩৬ রান করে দুই ধাপ পিছিয়েছেন। অবশ্য ৩১ নম্বরে থাকা তিনিই বাংলাদেশের সেরা অবস্থানে। দুই ধাপ পিছিয়ে নাজমুল হোসেন শান্ত আছেন ৩৪ নম্বরে। 

বোলারদের মধ্যে আগের মতনই সবার উপরে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। অবশ্য এই সময়ে দুই দলের কোন খেলা ছিলো না। 

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago