অবসরে নিউজিল্যান্ডের বিস্ফোরক ব্যাটার

colin munro

নিজের সেরা সময়ে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন কলিন মুনরো। সীমিত সংস্করণের ক্রিকেটে নিউজিল্যান্ডের অনেক ম্যাচ জয়ে ভূমিকা ছিলো তার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ালেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন চার বছর। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দরজা স্থায়ীভাবে বন্ধ করে দিলেন তিনি।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড  ক্রিকেট বোর্ড জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৭ পেরুনো তারকা। তিন সংস্করণ মিলিয়ে ৩ হাজারের বেশি রান করেছেন তিনি।

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি টেস্ট খেলেছেন স্রেফ একটি। মূলত সাদা বলেই এক সময় ছিলেন অপরিহার্য। ৪৭ ওয়ানডেতে ২৪.৯২ গড় ও ১০৪.৬৯ স্ট্রাইকরেটে করেন ১২৭১ রাব। টি-টোয়েন্টি পারফরম্যান্স দারুণ তার।  ৬৫ টি-টোয়েন্টিতে ৩১.৩৪ গড় আর ১৫৬.৪৪ স্ট্রাইকরেট রেখে করেন ১ হাজার ৭২৪ রান।  আছে তিনটা সেঞ্চুরি।

অবসর বার্তায় মুনরো বলেন, 'ব্ল্যাকক্যাপস জার্সিতে খেলা আমার ক্যারিয়ারের সেরা অর্জন। এই জার্সির চেয়ে অন্য কিছুতে আর এত গর্ব অনুভব করি না।  ১২৩ বার সব সংস্করণ মিলিয়ে এই জার্সি গায়ে চাপাতে পেরেছি। যেটা আমার কাছে অবিশ্বাস্য।'

অবসর বার্তায় ইঙ্গিত দেন কিছুটা আশা থেকে যাওয়ায় ঘোষণা দিচ্ছিলেন না এতদিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের নিউজিল্যান্ড দলে নিজের নাম না দেখে বুঝে ফেলেন ভবিতব্য, 'আমি হাল ছাড়িনি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে  গেছি। কিন্তু এবার বিশ্বকাপের দল ঘোষণার পর বুঝে গেছি আমার চ্যাপ্টার বন্ধ হয়ে গেছে।'

এই ক্রিকেটারের প্রতি শুভকামনা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটও। প্রধান নির্বাহী স্কট উইনিক বিবৃতিতে বলেন, 'কলিন প্রথম কয়েকজন আগ্রাসী ব্যাটারের একজন ছিল যে কিনা ৩৬০ ডিগ্রি ঘরানায় খেলতে পারত। খেলাটা এগিয়ে নেওয়ার একজন সে। নিউজিল্যান্ডকে শতাধিক ম্যাচে অবদান রাখায় তাকে ধন্যবাদ। তার উজ্জ্বল আগামী প্রত্যাশা করছি।'

Comments

The Daily Star  | English

Killing of trader in old Dhaka: Protests erupt on campuses

Protests were held on campuses and in some districts last night demanding swift trial and exemplary punishment for those involved in the brutal murder of Lal Chand, alias Sohag, in Old Dhaka’s Mitford area.

2h ago