বিশ্বকাপের আগেই নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিচ্ছে ভারত

একই ভুল আবার করতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি দিয় সময়ের আগে কাউকে নিতে পারেনি তারা। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ চালিয়ে যেতে রাজী হন দ্রাবিড়। এবার তার মেয়াদ শেষের আগেই নতুন কোচের আবেদন জমা নিতে যাচ্ছে প্রভাবশালী ক্রিকেট বোর্ড।
আসছে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ আছে দ্রাবিড়ের। সেই চিন্তা করেই নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিতে চলেছে বিসিসিআই। বোর্ডের সদস্য সচিব জয় শাহ জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই আবেদন আহবান করবেন তারা, 'আমরা আগামী কদিনের মধ্যেই আবেদন চাইব। রাহুল দ্রাবিড়ের মেয়াদ জুনে শেষ। তিনিও যদি আবেদন করতে চান, করতে পারবেন।'
জয় শাহ নিশ্চিত করেছেন, নতুন প্রধান কোচের দায়িত্ব হবে আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। নতুন প্রধান কোচ নিয়োগ সাপেক্ষে বাকি সাপোর্ট স্টাফ নিয়োগ দেওয়া হবে। তবে একেক সংস্করণে একেক কোচ নিয়োগের সম্ভাবনা নেই।
তিনি জানান, ক্রিকেট পরামর্শক কমিটির বাছাই করা কোচ নিয়োগ করবে ভারতীয় বোর্ড, 'আমরা তিন বছরের মেয়াদের জন্য কোচ চাইছি। আমাদের বিভিন্ন সংস্করণে বিভিন্ন কোচ নেওয়ার নজির নেই। আমাদের সব সংস্করণে খেলা অনেক ক্রিকেটার আছে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নেবে ক্রিকেট পরামর্শক কমিটি। তাদের সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করব।'
Comments