উগান্ডার অধিনায়কের রেকর্ড ভাঙলেন বাবর

আয়ারল্যান্ডের সঙ্গে ডাবলিনে প্রথম ম্যাচ হেরে সমালোচনায় পড়েছিল পাকিস্তান দল। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়িয়েছে তারা। আইরিশদের বড় পুঁজি তাড়া করে জিতেছে দাপট দেখিয়ে। এই জয়ে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন বাবর আজম। উগান্ডার ব্রায়ান মাসাবাকে টপকে তিনি এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সফলতম অধিনায়ক।
ডাবলিনে রোববার রাতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। স্বাগতিকদের করা ১৯৩ রান ১৯ বল আগেই পেরিয়ে যায় তারা। বাবর এই ম্যাচে কোন রান না করলেও মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আজম খানদের ঝড়ে সহজেই জেতে পাকিস্তান।
ম্যাচ শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি বাবরের হাতে তোলে দেন ৪৫ লেখা বিশেষ জার্সি। বাবরের নেতৃত্বে পাকিস্তান টি-টোয়েন্টিতে জিতল ৪৫ ম্যাচ। কোন আন্তর্জাতিক অধিনায়কের এটি সর্বোচ্চ।
এর আগের রেকর্ড ছিলো উগান্ডার মাসাবার। তার অধিনায়কত্বে ৪৪ ম্যাচ জিতেছে উগান্ডা। এছাড়া ইংল্যান্ডের ইয়ন মরগ্যান ৪২, আফগানিস্তানের আসগার আফগান ৪২, ভারতের মাহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা ৪১ টি-টোয়েন্টি জয়ে দলের অধিনায়ক ছিলেন।
বাবর পাকিস্তানের অধিনায়কত্ব করছেন লম্বা সময় ধরে। গত ওয়ানডে বিশ্বকাপের পর সব সংস্করণে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। মাঝে এক সিরিজে নেতৃত্ব দেন শাহীন আফ্রিদি। তবে আবারও বাবরকেই সাদা বলের নেতৃত্বে ফেরায় পিসিবি।
বর্তমানে ঠাসা সূচিত বাস্তবতায় অনেক বড় দলের নিয়মিত অধিনায়ক সব সিরিজ খেলেন না। ভারত, অস্টেলিয়া যেমন গত কয়েক বছর একেক সিরিজে একেক দল পাঠিয়েছে একেকজনের নেতৃত্বে।
আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার সিরিজ নির্ধারনী ম্যাচ আছে পাকিস্তানের। এই সিরিজ শেষ হলে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে রওয়ানা দিবে বাবর আজমের দল।
Comments