ফের শাহরুখের দলে সাকিব

আগামী মৌসুমেও আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আবারও তাকে দেখা যাবে পুরনো ডেরাতেই। বলিউড অভিনেতা শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সেই দেখা যাবে বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে।

শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সেখানে তারা লিখেছে, 'আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সের সঙ্গে ২০২৪ মেজর লিগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন। শীঘ্রই দেখা হচ্ছে, সাকিব।'

শাহরুখ খানের মূল দল কলকাতা নাইট রাইডার্সে কয়েক দফা খেলেছিলেন সাকিব। জিতেছেন দুটি শিরোপাও। এরপর মেজর লিগ ক্রিকেটে গত আসরে খেলেন এলএ নাইট রাইডার্সেও। সে ধারায় এবারও খেলবেন তিনি। 

সাকিবকে নিশ্চিত করে নাইট রাইডার্স গ্রুপ নিজেদের ব্রিতিতে জানিয়েছে, 'নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের, তিনি কেকেআরকে বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। এর মধ্যে রয়েছে আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ, ২০১২ ও ২০১৪ আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের বেগুনি–সোনালী জার্সিতে আবারও তাকে দেখার তর সইছে না।'

আগামী ৪ জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ। শাহরুখ খানের দলে রয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়ের মতো ক্রিকেটাররা। এছাড়া স্পেনসর জনসন, উম্মুখ চান্দ, আলি খান, সইফ বাদর, নীতীশ কুমার ও শ্যাডলি ফন শালকউইকও আছেন দলে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আছেন ডেরন ডেভিস, ম্যাথিউ ট্রম্প, কর্নে ড্রাই ও আদিত্য গনেশ।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago