মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে উইন্ডিজ সফরে দ. আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের স্বাগতিক দেশের এই সফরকে নিঃসন্দেহে প্রোটিয়াদের আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু সেই সিরিজে নেই বিশ্বকাপ দলে থাকা অনেক তারকা ক্রিকেটারই। এমনকি দলটির নেতৃত্ব দিবেন বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকা রাসি ফন ডার ডুসেন।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শনিবার ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এই সিরিজে এইডেন মার্করাম এবং ডেভিড মিলারের মতো খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

এছাড়া আইপিএল খেলার কারণে হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এবং মার্কো ইয়ানসেন রয়েছেন ভারতে। স্বাভাবিকভাবেই নেই তারা। চোটের কারণে কাগিসো রাবাদাও নেই স্কোয়াডে। তবে আইপিএলে থেকে দিল্লি ক্যাপিটালস বাদ পড়ার পরও অন্তর্ভুক্ত করা হয়নি ত্রিস্তান স্টাবসকে।

দলে রাখা হয়েছে জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক এবং এনরিক নরকিয়াকে। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড সদস্য অটনিল বার্টম্যান, রেজা হেন্ড্রিক্স, তাবরেজ শামসি, রায়ান রিকলটন এবং লুঙ্গি এনগিডিকেও আছেন স্কোয়াডে। এনগিডি অবশ্য রিজার্ভ হিসেবে বিশ্বকাপ দলে আছেন।

সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে। ২৩ ম্যাচ সিরিজের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ও ২৭ মে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

রাসি ফন ডার ডুসেন (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, ম্যাথিউ ব্রিটজকে, বজর্ন ফরচুইন, রিজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, উয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিক নরকিয়া, এনকাবা পিটার, অ্যান রিকেল্টন, আন্দিল ফেলুকোয়ায়ো, তাবরেজ শামসি।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago