দ. আফ্রিকা সিরিজে বিশ্বকাপের সাতজনকে ছাড়াই খেলবে উইন্ডিজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই মাসের শেষের দিকে শুরু হওয়া সেই সিরিজের জন্য প্রথম পছন্দের অনেক ক্রিকেটারকেই পাচ্ছে না ক্যারিবিয়ানরা। আইপিএলে ব্যস্ত থাকবেন অনেকে, আরও কয়েকজনকে দেওয়া হয়েছে বিশ্রাম। বিশ্বকাপের স্কোয়াডের মাত্র আটজনকে নিয়েই তাই স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিবেন নতুন অধিনায়ক ব্র্যান্ডন কিং। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার রস্টন চেজ। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়া কাইল মায়ার্সও সুযোগ পাবেন নিজেকে প্রমাণের। ওয়েস্ট ইন্ডিজের ভরসার দুইজন নিকোলাস পুরান ও শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজ থেকে। পনেরো জনের স্কোয়াডের সঙ্গে পরে যোগ দিবেন আরও দুজন। আইপিএলে নিজেদের ব্যস্ততা শেষ হলে আলজারি জোসেফ ও শেরফেইন রাদারফোর্ডকে পাবে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্টিত হবে জ্যামাইকার স্যাবাইনা পার্কে। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৪ মে। ২৬ মে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার পরদিনই ক্যারিবিয়ানরা নেমে পড়বেন সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে।
এই সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের মতো দক্ষিণ আফ্রিকাও তাদের পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণা করতে পারেনি। নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামের জায়গায় অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রাসি ফন দার ডুসেনকে, যিনি আবার বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি। নেই ডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন ও কাগিসো রাবাদা। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা- দুই দলেরই বিশ্বকাপের আগে সবশেষ সিরিজ এটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
ব্র্যান্ডন কিং (অধিনায়ক), রস্টন চেজ (সহ-অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, অ্যালিক আথানেজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথিউ ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, গুদাকেশ মোতি, রোমারিও শেপার্ড ও হেইডেইন ওয়ালস জুনিয়র।
Comments