২৫ ক্রিকেটারকে নিয়ে এইচপি ক্যাম্প শুরু 

এইচপির ক্যাম্পে ডাক পাওয়া অনেকেই ছিলেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ দলের সদস্য। ফাইল ছবি

লম্বা বিরতির পর হাই পারফরম্যান্স স্কোয়াড (এইচপি) ক্যাম্প শুরু হয়েছে। ২৫ জন তরুণ সম্ভাবনাময় ক্রিকেটারকে নিয়ে সোমবার শুরু হয়ে থেকে বিভিন্ন ধাপে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে এই কার্যক্রম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে এই ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস , গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে। ঢাকায় তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর রাজশাহী ও বগুড়ায় হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন।

২০ মে (সোমবার) থেকে ১৫ জুন পর্যন্ত তাত্ত্বিক বিষয়ের কোর্স চলবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

২১ জুন থেকে ১৮ অগাস্ট ক্যাম্প হবে বগুড়া ও রাজশাহীতে। সেখানে ম্যাচ সিনারিও অনুশীলন, নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। ২৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ 'এ' ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষেও ম্যাচ থাকবে এইচপির।

এই ক্যাম্পের জন্য ডাক পাওয়া ক্রিকেটারদের অনেকেই সর্বশেষ অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। তার আগের যুব দলেরও আছেন কয়েকজন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ভালো করে জায়গা পেয়েছেন কেউ কেউ।

এইচপিতে ডাক পেয়েছেন যারা:

ওপেনিং ব্যাটার

মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান শিবলি, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।

মিডল অর্ডার ব্যাটার

আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।

অলরাউন্ডার

মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন

স্পিনার

রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব।

পেসার

রুয়েল মিয়া, রিপন মণ্ডল, আশিকুর জামান রোহানাত দৌল্লা বর্ষণ। 

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

6h ago