বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প থেকে ছুটি নিলেন সাইফউদ্দিন

বিশ্বকাপের দলে কেউ ইনজুরিতে পড়ে গেলে বদলি হিসেবে কিছু খেলোয়াড়কে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে প্রস্তুত করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। এরজন্য শুরুতে অনুশীলন লাল বলে থাকলেও ছয়জন সদস্যকে ব্যস্ত রাখা হবে সাদা বলে। তাদের মধ্যে ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের নাম। তবে আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ টাইগার্স নামের প্রোগ্রাম থেকে ছুটি নিয়েছেন এই পেস অলরাউন্ডার।

জাতীয় দলের ছায়া দল হিসেবে ভাবা হয় বাংলাদেশ টাইগার্সকে। এই ক্যাম্পের জন্য ২১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। যেখানে আছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হকরা। তবে এই ক্যাম্প থেকে জুনের ১০ তারিখ পর্যন্ত ছুটি চেয়েছেন সাইফউদ্দিন। এরপর থেকে ক্যাম্পে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি বিসিবিকে।

শনিবার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'সাইফউদ্দিন আমাদের টাইগার্স দলের সঙ্গেই ছিল। এর মধ্যে ৬ জনকে আমরা বিশেষ একটা নির্দেশনা দিয়েছি, যেন সেসব খেলোয়াড়কে সাদা বলের ট্রেনিংয়ে রাখা হয়। অন্যরা ফিজিক্যালের পাশাপাশি লাল বলের ট্রেনিংও করবে।'

মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক লিপু আরও বলেন, 'দুর্ভাগ্যজনক যে এই মুহূর্তে আমরা একটা ইমেইল পেয়েছি। সাইফউদ্দিন ফোনও করেছিল, জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না। তার স্ত্রী অসুস্থ এবং সন্তানসম্ভবা। সে কারণে তিনি জুনের ১০ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পে যোগ দিতে পারবেন না, ছুটি চেয়েছেন। সেজন্য তার পাশাপাশি আমরা খালিদকে (সৈয়দ খালেদ আহমেদ) প্রস্তুত রাখার চেষ্টা করব।'

বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি সাইফউদ্দিনের। যেহেতু টাইগার্স প্রোগ্রাম থেকে ছুটি নিয়েছেন, ২ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের জন্য কি তাহলে তাকে পেত বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তরে লিপু বলেন, 'আমি জানিনা। আমরা অবহিতই ছিলাম না। সাধারণত আমাদেরকে অবহিত করা হয়। কেউ যদি আনএভেইলেবল থাকে খেলতে পারে না, তার তরফ থেকে আগে তো জানাবে যে আমি এই সময়টা পরিবারকে দিতে চাই। ইতিপূর্বে বহু দেশে এবং আমাদের দেশেও এটা ঘটেছে।'

'যেহেতু সে যায়নি (যুক্তরাষ্ট্রে), গেলে হয়তোবা ন্যাশনাল ডিউটিই পালন করতো আমার বিশ্বাস। যেহেতু এটা একটা সেকেন্ডারি প্রোগ্রাম, সে কারণেই আমার ধারণা তিনি এটার (ছুটি) জন্য আবেদন করেছেন,' যোগ করেন লিপু।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago