কোচ-নির্বাচকদের নিয়ে খেলেও জিতল অস্ট্রেলিয়া

লক্ষ্য বিশ্বকাপের শিরোপা ধরে রাখা। মূল মঞ্চে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু অবিশ্বাস্য লাগলেও নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে হয়েছে অস্ট্রেলিয়া দলের কোচিং স্টাফ ও নির্বাচকদের।
তবে কোনো করে নয়, বাধ্য হয়েই কোচিং স্টাফদের মাঠে নামিয়েছে অজি দলটি। আইপিএলে খেলার কারণে এখনও বিশ্বকাপ দলে যোগ দিতে পারেননি ছয় খেলোয়াড়। স্কোয়াডে উপলব্ধ ছিলেন মোটে ৯ জন ক্রিকেটার। ব্যাটিং-বোলিং তারা চালিয়ে গেলেও ফিল্ডিংয়ের কোটা পূরণ করতে মাঠে নামতে হয়ে স্টাফদের।
ম্যাচের বিভিন্ন সময়ে ফিল্ডিং কোচ আন্দ্রে বোরোভেক ও ব্যাটিং কোচ ব্র্যাড হজ মাঠে নেমেছেন। এমনকি পরিবর্ত ফিল্ডার হিসেবে নামতে হয়েছে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও নির্বাচক প্রধান জর্জ বেইলিকেও। অবশ্য তারপরও ম্যাচ জিতে নিতে কোনো সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার।
পোর্ট অফ স্পেনে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৯ রান তোলে নামিবিয়া। ১২তম ওভারে ৫০ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল দলটি। সাতে নেমে উইকেটরক্ষক- ব্যাটার জেন গ্রিন ৩০ বলে ৫টি চারের সাহায্যে ৩০ রান করলে লড়াইয়ের পুঁজি পায় দলটি। ১৮ রান করে রান-আউট হন মালান ক্রুগার।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ২৫ রানের খরচায় ৩টি উইকেট নেন অ্যাডাম জাম্পা। ৪ ওভারে ৩টি মেডেন-সহ মাত্র ৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন জশ হ্যাজেলউড।
লক্ষ্য তাড়ায় নেমে অস্ট্রেলিয়া ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া। অর্থাৎ ৬০ বল বাকি থাকতেই ম্যাচ জেতে দলটি। ডেভিড ওয়ার্নার ৬টি চার ও ৩টি ছক্কায় ২১ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। ১৪ বলে ১৮ রান করেন মিচেল মার্শ। ১৬ বলে ২৩ রান করেন টিম ডেভিড।
Comments