টাইগারদের ভারত সফরের সূচি ঘোষণা

Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

প্রায় পাঁচ বছর পর ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৯ সালে সবশেষ দেশটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল তারা। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আবারও দেশটিতে যাচ্ছে দলটি। এবার দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই সফরে নেই কোনো ওয়ানডে ম্যাচ।

বৃহস্পতিবার ২০২৪-২৫ মৌসুমে ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বাংলাদেশ সিরিজ পরবর্তী মৌসুম শুরু করবে তারা।

সিরিজের দুটি টেস্ট ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যার প্রথমটি শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে হবে এই টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্টে শুরু হবে কানপুরে।

আর ধর্মশালায় তিন টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি হবে ৬ অক্টোবর। এরপর ৯ অক্টোবর দিল্লিতে এবং ১২ অক্টোবরে হায়দরাবাদে হবে শেষ দুটি ম্যাচ।

সেই ২০০০ সালে ভারতের বিপক্ষে ম্যাচ টেস্ট অভিযান শুরু করলেও দীর্ঘ এই সময়ে কেবল তিনটি টেস্ট তাদের মাটিতে খেলতে পেরেছে বাংলাদেশ। যার শেষটি ছিল ২০১৯ সালে। তবে তিন টেস্টের সবগুলোতেই হেরেছে টাইগাররা।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

2h ago