হঠাৎ বদলে গেল জিম্বাবুয়ে সফরের ভারতের স্কোয়াড
জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা আজ মঙ্গলবারই। কিন্তু এখনও ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। বাজে আবহাওয়ার জন্য আটকে আছেন বার্বাডোজে। তাই বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে স্কোয়াডে।
বিশ্বকাপ চলাকালীন সময়েই জিম্বাবুয়ে সফরের স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ জনের দলে ছিলেন বিশ্বকাপ দলে থাকা শিবাম দুবে, যশস্বী জসওয়াল ও সঞ্জু স্যামসন। তবে নির্ধারিত সময়ে দেশে ফিরতে না পারায় এই সফরে যেতে পারছেন না তারা।
যে কারণে জিম্বাবুয়ে সিরিজের দলে পরিবর্তন এনে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য সাই সুদর্শন, জিতেশ শর্মা ও হারসিত রানাকে নেওয়া হয়েছে। তবে শেষ ৩টি টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াড অপরিবর্তিত থাকছে ভারতের। দুই ম্যাচ খেলেই ফিরে আসবেন সুদর্শন, জিতেশ ও রানা। দেশে ফিরে তৃতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিবেন দুবে, জসওয়াল ও স্যামসন।
এদিকে বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রিঙ্কু সিং ও খলিল আহমেদও রয়েছেন বার্বাডোজে। তাদের কোনো পরিবর্তিত খেলোয়াড় দেননি ভারতীয় নির্বাচকরা। বার্বাডোজ থেকে সরাসরি জিম্বাবুয়ে উড়ে যাবেন তারা। আর কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকা সুদর্শন ইংল্যান্ড থেকেই ধরবেন জিম্বাবুয়ের বিমান।
উল্লেখ্য, এর আগেও জিম্বাবুয়ে সফরের স্কোয়াডে একবার পরিবর্তন এনেছিল ভারত। দল ঘোষণার এক দিন পরই নীতীশ রেড্ডি চোট পাওয়ায় স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হয়েছিল দুবেকে।
জিম্বাবুয়ে সফরের প্রথম ২টি টি-টোয়েন্টি ম্যাচে জন্য পরিবর্তিত ভারতীয় স্কোয়াড
শুবমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ধ্রুব জুরেল, হারসিত রানা, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার এবং তুষার দেশপান্ডে।
Comments