২০ থেকে ২৫ জনের বাইরে খেলোয়াড় নেই, সুযোগ আসবে: সাইফউদ্দিন

কিছুটা নির্মম হলেও সত্যি, বাংলাদেশ জাতীয় দলে ফিরতে খুব ভালো পারফর্ম না করলেও চলে! প্রতিদ্বন্দ্বীদের ব্যর্থতাতেই সুযোগ মিলে নিয়মিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টানা ব্যর্থতার মাঝে থাকা লিটন দাস টিকে গিয়েছিলেন ওই এক কারণেই। বিকল্প নেই! আর এমন কারণেই আবারও জাতীয় দলে খেলার সুযোগ পাবেন, সেই বিশ্বাস রাখেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

জাতীয় দলে ফেরার প্রসঙ্গে এই অলরাউন্ডার বললেন, 'সত্যি বলতে কি আমাদের বাংলাদেশে তো ওরকম আন্তর্জাতিক (খেলার মত) খুব বেশি ২০ থেকে ২৫ জনের বাইরে, ওরকম খেলোয়াড় নেই। আমি যদি ফিট থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি দেখেন অনেক বেশি কম্পিটিশন আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে বিশ থেকে ২৫ জন যতোটুকু আমি মনে করি।'

আর এ কারণে নিজেকে সবসময় ফিট রাখার চেষ্টা করেন সাইফউদ্দিন, 'চেষ্টা করি যখনই সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি, প্র্যাকটিসের উপরেই থাকি। যেহেতু এখন ফ্যামিলিও হয়েছে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসে না। যখন বাদ পড়া ইস্যু নিয়ে আরও চিন্তা করি তখন আরো বেশি খারাপ লাগে। তখন আমার কাজেও ব্যাঘাত ঘটে এজন্য কাজ করতে থাকি, সুযোগ আসবে।'

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বাংলাদেশ দলে জায়গা করে নেওয়ার খুব কাছাকাছি ছিলেন সাইফউদ্দিন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সে বাদ পড়ে যান। তাতে এগিয়ে যান পেসার তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে দারুণ বোলিংও করেছেন এই পেসার। তাতে সাইফউদ্দিনের ক্যারিয়ার শঙ্কায় পরে যাওয়ারই কথা।

কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড় সীমিত থাকায় সুযোগ আসবে তা ভালো করেই জানেন এই অলরাউন্ডার। নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী হয় উঠলেও তানজিমকে শুভকামনা জানাতে কৃপণতা করেননি তিনি। আরও ভালো কিছু করার চেষ্টায় আছেন সাইফউদ্দিন, 'দেখুন কম্পিটিশনের তো শেষ নেই ভালোর উপরে তো ভালো আছে। চেষ্টা করব আরো ভালো করার অবশ্যই আমি তাকে (তানজিম) অ্যাপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে।'

'আমার সে কলিগ আবাহনীতে আমরা একসাথে খেলেছি। তো এটাই আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে, এটার জন্য খুব বেশি চিন্তা না করে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেদিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারের দিন যায় ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব,' যোগ করেন সাইফউদ্দিন।

Comments

The Daily Star  | English

Attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

3h ago