বিশ্বকাপ মাতিয়ে আইসিসির জুন মাসের সেরা বুমরাহ

জুন মাসে আইসিসির সেরা কে হবেন তা নিয়ে সংশয়ের কিছু কারো ভেতরেই বোধহয় ছিলো না। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখে টুর্নামেন্ট সেরা হন জাসপ্রিত বুমরাহ। ডানহাতি পেসার অনুমিতভাবেই হয়েছেন আইসিসির মাস সেরা ক্রিকেটার।
Jasprit Bumrah

জুন মাসে আইসিসির সেরা কে হবেন তা নিয়ে সংশয়ের কিছু কারো ভেতরেই বোধহয় ছিলো না। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখে টুর্নামেন্ট সেরা হন জাসপ্রিত বুমরাহ। ডানহাতি পেসার অনুমিতভাবেই হয়েছেন আইসিসির মাস সেরা ক্রিকেটার।

মাস সেরার লড়াইয়ে বুমরাহর সঙ্গে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। দুই ব্যাটার সহজেই পেছনে পড়েছেন বুমরাহর ঝাঁজে।

মঙ্গলবার মাস সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে আইসিসি। নারীদের বিভাগেও সেরা হয়েছেন একজন ভারতীয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ভালো করে সেরা হয়েছেন স্মৃতি মান্ধানা।

৩০ বছর বয়েসী পেসার বুমরাহ যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে হওয়া বিশ্বকাপে মাত্র ৮.২৬ গড়ে নেন ১৫ উইকেট। ওভারপ্রতি রান দেন স্রেফ ৪.১৭ করে। ফাইনালসহ একাধিক ম্যাচে মোড় ঘোরানো স্পেল করে নিজেকে অন্য উচ্চতায় তুলে নেন তিনি। তার ঝলকে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত।

স্বাভাবিকভাবেই মাস সেরা হতে বুমরাহর সঙ্গে লড়াইয়ে কাছাকাছিও ছিলেন না আর কেউ। এই স্বীকৃতি পেয়ে নিজেকে সম্মানিত মনে করছেন ভারতীয় পেসার, 'আমি জুন মাসে আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ায় আনন্দিত। এটা আমার কাছে বিশেষ এক সম্মান। দল হিসেবে আমরা বড় কিছু অর্জন করেছি। ব্যক্তিগত মুকুটেও নতুন পালক যুক্ত হলো। এই পারফরম্যান্স করে বিশ্বকাপ জেতা অবিশ্বাস্য অনুভূতি। আমার জীবনে যা চিরস্মরণীয় হয়ে থাকবে।'

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago