পাকিস্তানে কি খেলতে যাবে ভারত?
আইসিসির কাছে চলতি মাসে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে ভারতের সব ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। কিন্তু পাকিস্তানে ভারতীয় দল যাবে কিনা, সেটিই ২০২৫ সালে আয়োজিত হতে যাওয়া টুর্নামেন্টের আগে সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আবারও পাকিস্তানে যেতে মানা করতে পারে ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে যাচ্ছে সাত বছর পর। টুর্নামেন্টটির প্রস্তাবিত সময় দেওয়া হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। পাকিস্তানের মাটিতে পুরো আসর আয়োজন করার লক্ষ্য পিসিবির। এজন্য স্টেডিয়ামগুলোতে সংস্কার কাজের মাধ্যমে প্রস্তুতি সেরে নিচ্ছে দেশটি। তবে তাদের আয়োজনে জল ঢেলে দিতে পারে ভারত।
পাকিস্তানে যেতে হলে সরকারের অনুমতি প্রয়োজন হবে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, 'পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত দলের যাওয়ার সম্ভাবনা খুবই কম। সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তো সেক্ষেত্রে হাইব্রিড মডেল নিয়ে কাজ করা হচ্ছে। ভারত হয়তো তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কায় খেলবে, যেমনটা এশিয়া কাপে হয়েছিল। যদিও আইসিসির এ ব্যাপারে নিজেদের অবস্থান থাকবে। তবে এখন পর্যন্ত আমরা এরকম চিন্তাই করছি। দেখা যাক ভবিষ্যতে কী হয়, মনে হচ্ছে এটা হাইব্রিড মডেলেই খেলা হবে।'
গত বছরের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। সেই টুর্নামেন্ট খেলতেও পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। তাই হাইব্রিড মডেলে প্রতিযোগিতাটি আয়োজনের ব্যবস্থা করা হয়। পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার মাঠে গড়ায় ২০২৩ সালের এশিয়া কাপের ম্যাচগুলো। একই বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে অবশ্য গিয়েছিল পাকিস্তান।
২০০৮ সালের পর থেকে পাকিস্তানে পা রাখেনি ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০১৩ সালে। ভারতের মাটিতে গড়ানো সিরিজটির পর চিরপ্রতিদ্বন্দী দুই দেশের লড়াই আইসিসির টুর্নামেন্টেই শুধু দেখতে পায় ক্রিকেটবিশ্ব।
Comments