দুই বছর আগে কে চার মেরেছে, মনে থাকে বুমরাহর

কে কোনদিন একটা চার মারলো, সেটা বোলারের ভুলে যাওয়াই স্বাভাবিক। কিন্তু বুমরাহর মনে থাকে দুই বছর আগে খাওয়া চারের কথাও।
ছবি: সংগৃহীত

সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটাররা বড্ড ব্যস্ত সময়ই পার করেন। ক্রিকেট মাঠে ছক্কা-চারের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। সেখানে কে কোনদিন একটা চার মারলো, সেটা বোলারের ভুলে যাওয়াই স্বাভাবিক। কিন্তু বুমরাহর মনে থাকে দুই বছর আগে খাওয়া চারের কথাও। অবিশ্বাস্য এই তথ্যই দিয়েছেন সবশেষ বিশ্বকাপজয়ী ভারতের বোলিং কোচ পারাস মামব্রে। একইসঙ্গে কোচ হিসেবে বুমরাহর সঙ্গে বেশি কিছু করতে হয় না বলেও জানিয়েছেন তিনি।

২০২১ সালের নভেম্বরে ভারতের কোচিং স্টাফে যোগ দেন মামব্রে। গত জুনে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থেকেছেন ভারতীয় দলের সঙ্গে। এই সময় তিনি বুমরাহর ব্যাপারে লক্ষ্য করেছেন, 'খুব মজাদার একটা ব্যাপার। সে এমন এক বোলার, আমি দেখেছি দুই বছর আগে কখনো যদি কোন ব্যাটার চার মারে তাকে, সেটাও তার জানা থাকে। মনে থাকে। ও অনেক লড়াকু মনোভাবের। আমার মনে হয় সেটি মাঠেও দেখা যায়।'

দুই বছরের বেশি সময় ভারতের বোলিং কোচের ভূমিকায় ছিলেন মামব্রে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি রোহিত শর্মাদের সঙ্গে। সেই বিশ্বকাপে ৬.১৭ ইকোনমিতে বোলিং করে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বুমরাহ। তার সঙ্গে পেশাদার সম্পর্কের ব্যাপারে সম্প্রতি এক সাক্ষাৎকারে মামব্রে বলেছেন, 'আমার মনে হয়, আমাকে বেশি কিছু করতে হয় না। আমি অনেক কাজ করেছি তার সঙ্গে, এটা বলতে আমি পছন্দ করবো। বুমরাহ পারফর্ম করছে, বোলিং কোচ হিসেবে আমি ক্রেডিট নিব- এর চেয়ে ভালো কী হতে পারে! তবে সত্যি বলতে তার মতো বোলার কোন প্রজন্মে একবারই আসে।'

বোলিং কোচ হওয়ার সুবাদে বুমরাহকে কাছ থেকে জানা ও বোঝার সুযোগ হয়েছে মামব্রের। ভারতের এই তারকার অভাবনীয় পারফরম্যান্সের পেছনে মাঠের বাইরের বিষয়ও প্রভাব ফেলে মনে করেন তিনি। ভারতের হয়ে ৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মামব্রে জানান, 'অসাধারণ দক্ষতা রয়েছে (বুমরাহর), পরিশ্রম থেকে এসেছে অবশ্যই। প্রথম শ্রেণীর ক্রিকেটে অনেক সময় কাটিয়ে এসেছেন। খুব ভালো বোঝেন ক্রিকেট সম্পর্কে, নিজের খেলা সম্পর্কে। খুব পরিষ্কার গেমপ্ল্যান থাকে। ব্যাটারকে কী যন্ত্রণা দিচ্ছে, কোন বল কষ্ট দিচ্ছে। হয়তো বুমরাহ বোলার হওয়ায় ব্যাটার কিছুটা অস্বস্তিতে আছে, তো সেটার ফায়দা কীভাবে নেওয়া যায়। বুমরাহ এসব সূক্ষ্ম বিষয়াদি ধরতে পারে।'

Comments