এশিয়া কাপের ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন বাংলাদেশের জেসি

Shathira Jakir Jessy
সাথিরা জাকির জেসি। ছবি: ফিরোজ আহমেদ

সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে নারী এশিয়া কাপের ফাইনালে অন্যভাবে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।

ডাম্বুলায় আজ এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত।  জেসি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন প্রথমবার এশিয়া কাপ পরিচালনা করতে গিয়ে ফাইনালের দায়িত্ব পেয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে যে তিন আম্পায়ারের তালিকা দেওয়া হয়েছে তার একজন জেসি। মাঠের দুই আম্পায়ারের মধ্যে একজন হিসেবে থাকবেন সাবেক এই ক্রিকেটার। এবার এশিয়া কাপে তিন ম্যাচে মাঠের আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জেসি।

তিনি জানান কেবল নিরপেক্ষ হিসেবে নয়, সেরা পারফরম্যান্সের ভিত্তিতে তাকে বেছে নেওয়া হয়েছে, 'তারা আমাকে পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করেছে ফাইনালের জন্য। তারা পারফরম্যান্সের ভিত্তিতে র‍্যাঙ্কিং করেছে, যেখানে সেরা তিনজনের মধ্যে আমি আছি।'

জেসি জানান নীতি বদলানোয় এবার নাকি বাংলাদেশ ফাইনালে উঠলেও তিনি ম্যাচ পরিচালনার সুযোগ পেতেন, 'আগে কেবল নিরপেক্ষ আম্পায়ার পছন্দ করা হতো। কিন্তু এবার তারা পলিসি বদল করেছে। তারা সেরা পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করেছে। এমনকি যদি বাংলাদেশও ফাইনালে উঠত, আমাকে তখনো বেছে নেওয়া হতো।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago