২০২৫ সালের এশিয়া কাপ ভারতে, ২০২৭ সালে বাংলাদেশে

Bangladesh Cricket Team

২০২৫ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টটি আয়োজিত হবে ভারতে। পরের বছর ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিল শনিবার ২০২৪ থেকে ২০২৭ সালে পর্যন্ত স্পন্সরের জন্ত এক্সপ্রেসেশন অব ইন্টারেস্ট আহবান করে। সেখান থেকেই জানা যায় এসব তথ্য। 

বিশ্ব আসরের সংস্করণ মাথায় রেখে আয়োজন করা হয় এশিয়া কাপ। যে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকে সেই বছর এশিয়া কাপ হয় টি-টোয়েন্টি সংস্করণে, ওয়ানডে হলে ওয়ানডে সংস্করণে। সেভাবেই চূড়ান্ত করা হয়েছে সামনের দুই আসর। 

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। এশিয়ান দলগুলো তার আগেই কুড়ি ওভারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের প্রস্তুত করতে পারবে। 

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। তার আগে ওই বছরই বাংলাদেশে হবে ওয়ানডে সংস্করণের আসর। 

এই দুই আসরেই অংশ নেবে ৬ দেশ। এশিয়ার টস্ট খেলুড়ে পাঁচ দেশ অংশ নেবে সরাসরি। বাকি দলটি আসবে বাছাইপর্ব পেরিয়ে। 

 

Comments

The Daily Star  | English

CMP chief orders police to open fire if faced with weapons

The verbal directive, issued over wireless on Tuesday night, applies to all CMP personnel

1h ago