ইংল্যান্ডের সাদা বলের কোচের দায়িত্ব ছাড়লেন মট

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও হতাশ করে ইংল্যান্ড। টানা দুটি বিশকাপের ব্যর্থতায় তাই সাদা বলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ম্যাথিউ মট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মটের বিদায়ে গ্রীষ্মের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচ ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ রয়েছে ইংল্যান্ডের।
২০২২ সালের মে মাসে নিয়োগের পর ইংল্যান্ডকে সেই বছরের শেষের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন ৫০ বছর বয়সী মট। একই সঙ্গে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ জিতে নেয় তার অধীনেই।
পদত্যাগ করার পর এক বিবৃতিতে মট বলেছেন, 'ইংল্যান্ড পুরুষ দলের কোচ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত; এটি একটি সম্মানের বিষয়। আমরা গত দুই বছরে সাফল্য অর্জনের চেষ্টায় সবকিছু করেছি এবং ২০২২ সালে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় সহ সেই সময়কালে দলটি যে চরিত্র এবং আবেগ প্রদর্শন করেছে তার জন্য আমি অবিশ্বাস্যভাবে গর্বিত।'
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের পারফরম্যান্স নিচের দিকেই নামছিল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বের নয় ম্যাচে কেবল তিনটি ম্যাচে জিততে পেরেছিল তারা। এরপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে হেরে যায় দলটি।
এদিকে ইসিবি ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছেন, 'সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনটি বিশ্বকাপের চক্রের পর আমার মনে হয়েছে সামনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে দলের নতুন দিকনির্দেশনা প্রয়োজন। এ সিদ্ধান্ত মোটেও হালকাভাবে নেওয়া হয়নি। কিন্তু আমার বিশ্বাস, দলের ভবিষ্যৎ সাফল্যের জন্য এটিই উপযুক্ত সময়।'
'পূর্ণ-সময়ের জন্য কোচের অনুসন্ধান এখন শুরু হবে। এই চাকরির জন্য আমর সেরা ব্যক্তি পেতে পারি তা নিশ্চিত করার জন্য আমাদের সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া অপরিহার্য,' যোগ করেন ইসিবির ব্যবস্থাপনা পরিচালক।
Comments