অজুহাত দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছেন না আসালাঙ্কা

লক্ষ্যটা ছিল হাতের নাগালেই। ১৩৮ রান তাড়ায় এক উইকেট হারিয়ে ১১০ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। তখনও বাকি ছিল প্রায় পাঁচ ওভার। সেখান থেকে জিততে পারেনি দলটি। স্কোর সমান করলে পরে সুপার ওভারে হেরে যায় তারা। এমন হারের পর অজুহাত দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছেন না লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার রাতে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়েছে ভারত। এর আগে মূল ম্যাচে প্রথমে ব্যাটিং কোর্টে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান করে ভারত। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান তোলে লঙ্কানরা। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে মাত্র ২ রান করে শ্রীলঙ্কা। যা প্রথম বলেই করে ফেলে ভারত।
তবে এই ম্যাচ সহজেই জয়ের পথে গিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের ৮ রানের ওপেনিং জুটির পর কুশল পেরেরাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন মেন্ডিস। শেষ ২৯ বলে প্রয়োজন ছিল মাত্র ২৮ রানের। কিন্তু এ জুটি ভাঙলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। এমনকি এরপর পার্টটাইম বোলার রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদবও পান ২টি করে উইকেট।
ম্যাচ শেষে তাই অধিনায়ক আসালাঙ্কার এক রাশ হতাশাই ঝরে, 'নিশ্চিতভাবে আমরা সত্যিই হতাশ। বিশেষ করে মিডল অর্ডার এবং লোয়ার-মিডল অর্ডার নিয়ে। খুব খারাপ শট নির্বাচন ছিল। স্পিনাররা বোলিং করছিল বলে হাসারাঙ্গা ব্যাটিং অর্ডারে এগিয়ে এসেছিল এবং আমরা তাকে একটি বা দুটি বাউন্ডারি মারার লাইসেন্স দিয়েছি।'
'আমার মনে হয় আমরা কিছু ভুল শট খেলেছি এবং যখন বল পুরনো হয়ে যায়, তখন শট নির্বাচন স্পট অন করতে হতো। আমরা অজুহাতও দিতে পারছি না এবং আমাদের এর চেয়ে বেশি কিছু করতে হবে। আমি ওয়ানডেতে ভালো ব্যাটিং পারফরম্যান্স দেখতে চাই এবং আমার মনে হয় ছেলেরা আরও ভালো করবে,' যোগ করেন অধিনায়ক।
Comments