যেভাবে টেস্টে ফিরতে পারেন তাসকিন
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে নিজেকে টেস্ট থেকে সরিয়ে সাময়িক বিরতিতে যান তাসকিন আহমেদ। কাঁধের চোট সামলে কেবল সাদা বলের ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে পাকিস্তান সিরিজ সামনে রেখে টেস্টে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেই সম্ভাবনাও আছে যথেষ্ট। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম জানালেন ওয়ার্কলোড বাড়িয়ে টেস্ট ফিরতে পারেন ডানহাতি পেসার।
কদিন আগে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন তাসকিনের টেস্টে ফেরার কথা।
পাকিস্তান সফরের আগে জাতীয় ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা বুঝতে ফিজিক্যাল পারফরম্যান্স পরীক্ষা ছিলো শনিবার। তবে প্রতিকূল আবহাওয়ায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে তা হয়নি। পরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রানিং টেস্ট হয়েছে। এই সেশনের পর গণমাধ্যমের সামনে এসে বায়েজিদ জানান তাসকিনের টেস্টে ফেরার পথ, 'তাসকিন এত দিন টি-টোয়েন্টি খেলেছে। যেখানে লম্বা স্পেলে বল করা হয় না। ওর কাঁধে সমস্যা ছিল, এমনকি বিশ্বকাপের সময়ও তার কাঁধ দেখিয়ে এনেছি। কাঁধের সমস্যা যা ছিল, সেটা একই রকম আছে। কোনো পরিবর্তন হয়নি। তবে এটা নিয়ে খেলা চালিয়ে নেওয়া যায়। সে যদি পুনর্বাসন ও ফিটনেসের কাজ করে, তাহলে (টেস্ট) খেলে ফেলতে পারবে। সেদিক থেকে অবশ্যই তাসকিন অ্যাভেইলেবল আছে।'
আগামী ১৭ অগাস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। সেখানে ২১ ও ৩০ অগাস্ট আছে দুই টেস্ট। হাতে কিছুটা সময় আছে। এই সময়ে তাসকিনকে বাড়াতে হবে ওয়ার্কলোড, 'টেস্ট খেলতে হলে বোলিং ওয়ার্কলোড বাড়াতে হয়, লম্বা স্পেলে বোলিং করতে হয়। ধীরে ধীরে তৈরি হয়ে তারপর টেস্ট খেলতে হয়। সে যেহেতু একটা লম্বা সময় টি-টোয়েন্টি খেলছে, এখন চেষ্টা করে দেখবে। যদি ভালো অনুভব করে, তাহলে সে আবার টেস্ট খেলতে পারবে।'
Comments