ইংল্যান্ডের সাদা বলের কোচ হতে আগ্রহী সাঙ্গাকারা
ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নতুন কোচের খুঁজে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এই পদে সবচেয়ে আলোচনায় আছেন শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের কোচ হতে তিনি নিজেও আগ্রহী। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোন প্রস্তাব না পাওয়ার কথাও জানিয়েছেন।
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। গত বছর ওয়ানডে বিশ্বকাপে আরও হতাশাজনক পারফরম্যান্স ছিল ইংল্যান্ডের। এর জেরেই গত সপ্তাহে দায়িত্ব ছাড়েন মট। তার বদলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করছেন সাবেক ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই দায়িত্বে থাকবে তিনি। এরমধ্যে নতুন কোচ ঠিক করতে চায় ইসিবি।
আইপিএলে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে থাকা সাঙ্গাকারা বর্তমানে ইংল্যান্ডে আছেন। ধারাভাষ্য দিচ্ছেন একশো বলের ক্রিকেটের আসরে। সেখানেই গণমাধ্যমের সঙ্গে আলাপে জানালেন তার চিন্তা, 'আমার নাম আলোচনায় এসেছে (কোচ হওয়ার লড়াইয়ে, আমি জানি। কিন্তু আমাকে এখনো কেউ প্রস্তাব দেয়নি। আমার মনে হয় ইংল্যান্ডের সাদা বলের কোচ হতে পারা যেকারো জন্যই হবে রোমাঞ্চকর। এই পদে অনেক যোগ্য প্রার্থী আছেন। ম্যাথু মট দারুণ কাজ করে গেছেন।'
মট সরে গেলেও অধিনায়ক বাটলারই দায়িত্ব থাকছেন। সেই সিদ্ধান্তেও একমত হয়ে ইসিবির ক্রিকেট প্রধান রব কির প্রশংসা করলেন, 'জস বাটলার অধিনায়ক থাকছে, এটা দারুণ। ইংল্যান্ডের নেওয়া সিদ্ধান্তগুলো দারুণ। রব কির (ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর) নেতৃত্ব খুব পছন্দ করি।'
Comments