দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞার মুখে শ্রীলঙ্কার জয়াবিক্রমা
প্রবীন জয়াবিক্রমার ক্যারিয়ার এখনো ডানাই মেলেনি। মাত্র ২৫ বছর বয়স এই লঙ্কানের। বড়সড় নিষেধাজ্ঞাই পেতে পারেন বাঁহাতি স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে তথ্য দিতে এবং আরেকজন খেলোয়াড়কে প্রস্তাব দেওয়ার বিবরণ দিতেও ব্যর্থ হয়েছেন। এর সঙ্গে ফিক্সিংয়ের প্রস্তাবের আলাপ মুছে ফেলার অভিযোগও তার বিরুদ্ধে তুলেছে আইসিসি।
বুধবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে- অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) কোডের ২.৪.৪ ও ২.৪.৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে জয়াবিক্রমাকে। তার বিরুদ্ধে দেওয়া তিনটি অভিযোগের একটি হচ্ছে- আন্তর্জাতিক ক্রিকেটে ফিক্সিং করার প্রস্তাবের বিবরণ আকসুর কাছে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই জানাতে ব্যর্থ হওয়া।
দ্বিতীয় অভিযোগ বলে- ২০২১ সালের লঙ্কা প্রিমিয়ার লিগে ফিক্সিং করার প্রস্তাব, একজন দুর্নীতিবাজের পক্ষ হয়ে আরেক খেলোয়াড়কে দেওয়ার বিস্তারিত তথ্য, অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই আকসুকে দিতে ব্যর্থ হয়েছেন জয়াবিক্রমা।
এই তরুণের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে- দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব যেসব মেসেজের মাধ্যমে দেওয়া হয়েছিল, সেসব মুছে ফেলে অনুসন্ধানে বাধা সৃষ্টি করেছেন।
এসব অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে জয়াবিক্রমাকে। যা শুরু হয়েছে গত ৬ আগস্ট থেকে।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যাপ উঠেছিল মাথায়। সবমিলিয়ে পাঁচটি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন জয়াবিক্রমা। শ্রীলঙ্কার জার্সিতে সবশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ খেলেছিলেন।
লঙ্কা প্রিমিয়ার লিগের যে আসরের জন্য তিনি অভিযুক্ত হয়েছেন, সেই ২০২১ এলপিএলে খেলেছেন জাফনা কিংসের হয়ে। শিরোপাজয়ী দলের হয়ে যদিও মাঠে নেমেছিলেন মাত্র একবার। আর এ বছরের এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছিলেন জয়াবিক্রমা।
Comments