ইংল্যান্ডের কোচ হওয়ার কথা ভাবনাতেই আনছেন না পন্টিং
ম্যাথু মট দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ইংল্যান্ডের সাদা বলের কোচের পদ খালি আছে। এই পদে বসতে অনেকের নাম শোনা যাচ্ছে। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পর রিকি পন্টিংয়ের নামও আলোচনায়। তবে পন্টি জানালেন কোন আন্তর্জাতিক দলকে কোচিং করাতে চান না তিনি।
খেলা ছাড়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করাচ্ছেন পন্টিং। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ককে বেশ কয়েক বছর ধরে আইপিএলে নিয়মিত দেখা যাচ্ছে। এর বাইরে টিভি ধারাভাষ্য দেন বিভিন্ন সিরিজে।
আইপিএলে দুই মাস ও টিভি ধারাভাষ্যে অনিয়মিত কিছু কাজ করলেও বছর জুড়ে পাওয়া যায় অঢেল সময়। আন্তর্জাতিক দলকে কোচিং করাতে গেলে যা পাওয়া সম্ভব না। ইংল্যান্ডের সাদা বলের কোচ হতে তার অনাপত্তির কারণ সেটাই, 'আমি এটা চিন্তাতেই আনব না (ইংল্যান্ডের কোচের পদ)। প্রকাশ্যেই বলছি এখন আমার জীবন যেভাবে চলছে আন্তর্জাতিক চাকরি আমার জন্য না। কারণ আন্তর্জাতিক কোচিংয়ে অনেক বেশি সময় দিতে হয়।'
'আমার আরও কিছু প্রতিশ্রুতি আছে, টিভিতে কাজ করি। সেগুলোর ভারসাম্য রাখতে হবে। এর বাইরে পরিবারকে সময় দিতে চায়, যা গত কয়েক বছরে পারিনি। এই মুহূর্তে আমি যথেষ্ট ব্যস্ত।'
গত সাত মৌসুম কোচ থাকার পর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে পন্টিংয়ের। অন্য কোন ফ্র্যাঞ্চাইজিতে কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেছেন এই সাবেক তারকা, 'আমি আইপিএলে আবার কোচিং করাতে চাই। সেখানে আমার সময় দারুণ ছিলো। মুম্বাইতে কাজ করেছি, দিল্লিতে সাত মৌসুম কাটিয়েছি। যদিও দুর্ভাগ্যবশত আমরা যা চেয়েছিলাম তেমন সাফল্য পাইনি।'
Comments