পারভেজের ফিফটি, রিপন-রাকিবুলের বোলিং ঝলকে মেলবোর্ন রেনেগেডসকে হারালো এইচপি

Parvez Hossain Emon
ফিফটির পথে পারভেজ হোসেন ইমন।

তিনে নেমে ঝড়ো ফিফটি করলেন পারভেজ হোসেন ইমন। বিসিবি এইচপি পেল চ্যালেঞ্জিং পুঁজি। জবাবে মেলবোর্ন রেনেগেটসের ইনিংস চেপে ধরলেন বাংলাদেশের বোলাররা। প্রতিপক্ষকে একশোর ভেতর আটকে তুলে নিল বড় জয়।

রোববার ডারউইনে টপ এন্ড সিরিজ টি-টোয়েন্টিতে বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসকে  ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল।

আগে ব্যাটিং পেয়ে পারভেজের ফিফটিতে ১৭০ রান করে এইচপি। ৪৮ বলে ৭ চার, ২ ছক্কায় ৬৯ রান করেন বাঁহাতি পারভেজ। জবাবে ৯৩ রানের বেশি করতে পারেনি মেলবোর্ন। এইচপির সেরা বোলার রিপন মন্ডল। মাত্র ১২ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। ২১ রানে ৩৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

Parvez Hossain Emon

টস হেরে ব্যাট করতে গিয়ে দ্বিতীয় ওভারে তানজিদ তামিম ও পঞ্চম ওভারে জিসান আলমকে হারায় বাংলাদেশের দল। ৯ বলে ১৭ করে থামেন তানজিদ। ১০ বলে ১০ করে বিদায় নেন জিসান।

আফিফ হোসেন ধ্রুব চারে নেমে নিজেকে প্রমাণ করতে পারেননি। প্রথম বলেই ফেরেন কোন রান না করে। আকবর আলিকে নিয়ে এরপর দলকে টানেন পারভেজ।

৪৭ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন দুজন। থিতু হয়ে ফেরেন আকবর। এরপর শামীম পাটোয়ারির সঙ্গে ৫০ রানের আরেক জুটিতে দলকে শক্ত অবস্থায় নিয়ে যান পারভেজ। ৬৯ করে তিনি ফেরার পর আবু হায়দার রনি ৮ বলে ১৩ করে দলকে শক্ত ভিতে নিয়ে যান।

চ্যালেঞ্জিং পুঁজি নিয়ে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চেপে বসে বাংলাদেশ। সতর্ক শুরু করা মেলবোর্ন পথ হারায় দ্রুতই। হ্যারি ডিক্সনকে বোল্ড করে প্রথম উইকেট নিয়েছিলেন আবু হায়দারই। বিপিএল খেলা জশুয়া ব্রাউনকে আউট করে দ্বিতীয় শিকার ধরেন রাকিবুল।

আবু হায়দার রনি ও মুকিদুল ইসলাম মুগ্ধ হানা দেন মিডল অর্ডারেও। দিশেহারা স্বাগতিক দলকে এরপর ধসিয়ে দেন রিপন।

 

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

3h ago