ব্যয়বহুল সফরের অভিজ্ঞতা কাজে লাগবে, বললেন রাকিবুল-পারভেজ

চলমান সফরটি বাংলাদেশি ক্রিকেটারদের কাজে আসবে বলেই আশা করবে বিসিবি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসানের মতে, খুব ভালো অভিজ্ঞতা এটি। 
Parvez Hossain Emon

বাংলাদেশের উদীয়মান ক্রিকেটাররা বিদেশি কন্ডিশনে খুব বেশি খেলার সুযোগ পান না। ব্যয়বহুল হলেও অস্ট্রেলিয়া সফরে এইচপি দলকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩৬ দিনের এই সফরের জন্য বিসিবিকে গুণতে হয়েছে ৪ কোটির বেশি টাকা। 

চলমান সফরটি বাংলাদেশি ক্রিকেটারদের কাজে আসবে বলেই আশা করবে বিসিবি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসানের মতে, খুব ভালো অভিজ্ঞতা এটি। 

চারদিনের ম্যাচ, ওয়ানডে শেষে রবিবার টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ এইচপি। নয় দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশিরা ৭৭ রানের জয় দিয়ে শুরু করেছে। মেলবোর্ন রেনেগেডস একাডেমির বিপক্ষে ৪৮ বলে ৫৯ রান করে ম্যাচসেরা হয়েছেন ইমন। উচ্ছ্বসিত কণ্ঠে বাঁহাতি এই ব্যাটার এরপর বলেছেন, 'অবশ্যই ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। দেশের বাইরে এ ধরনের টুর্নামেন্টে প্রথমবার (খেললাম)। বিগ ব্যাশের দল ছিল, আমরা ভালোভাবে জিতেছি। অবশ্যই এই অভিজ্ঞতা সামনে কাজে লাগবে।'

টস হেরে ব্যাট করতে নেমে ১৭০ রানের সংগ্রহ গড়ে এইচপি। ৯৩ রানেই এরপর রেনেগেডসকে অলআউট করে দেন বাংলাদেশিরা। সর্বোচ্চ ৩টি করে উইকেট পেয়েছেন রিপন মণ্ডল ও রকিবুল। ২১ রানে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার রকিবুলও ইমনের সুরে বলেছেন, 'খুব ভালো একটা অভিজ্ঞতা আমাদের জন্য। এরকম কন্ডিশনে এসে এত ভালো ভালো দলের সঙ্গে খেলা, সামনে আরও যত টুর্নামেন্টে খেলবো বা জাতীয় দলে খেলবো, আমাদের অনেক সাহায্য করবে।'

আফিফ হোসেন ধ্রুবর নেতৃত্বে বাংলাদেশ এইচপি অস্ট্রেলিয়ার ডারউইনে আরও ৮টি দলের বিপক্ষে খেলবে। ইমন জানিয়েছেন, 'আমরা চেষ্টা করবো বাকি ম্যাচগুলোতে দেশকে ভালো জয় উপহার দিতে।'
 

Comments

The Daily Star  | English
Gazipur factory fire September 2024

Business community's voice needed in the interim government

It is necessary for keeping the wheels of growth running and attracting foreign investment in the new Bangladesh.

13h ago