‘এ’ দলে হয়ে খেলে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হবেন তাসকিন
টেস্ট থেকে সাময়িক বিরতির পর পাকিস্তান সিরিজ দিয়েই ফিরতে চেয়েছিলেন তাসকিন আহমেদ। সেভাবেই তাকে রাখা হয়েছে স্কোয়াডে। তবে ফিরলেও প্রথম টেস্ট খেলার মতন অবস্থায় নেই তিনি। দ্বিতীয় টেস্টে তিনি যাতে খেলতে পারেন সেজন্য 'এ' দলের হয়ে চারদিনের ম্যাচে রাখা হয়েছে।
পাকিস্তান সফরের দল ঘোষণার বিবৃতিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, লম্বা সময় লাল বলের খেলা থেকে বাইরে থাকা তাসকিনের জন্য আরেকটু প্রস্তুতির দরকার।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে সোমবার রওয়ানা হবে বাংলাদেশ দল। 'এ' দল চলে গেছে আগেই। সেখানে তারা খেলবে দুটি চার ও একটি তিনদিনের ম্যাচ।
কাঁধের চোটে থাকা তাসকিন ৩০ অগাস্ট থেকে করাচিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট খেলবে। ২১ অগাস্ট থেকে রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে না।
প্রধান নির্বাচক জানান তাসকিনের বিষয় মাথায় রেখেই পাঁচজন পেসার স্কোয়াডে নিয়েছেন তারা, 'আমরা এটি মাথায় রেখে দলে পাঁচ পেসার নিয়েছি যে, তাসকিন আহমেদ শুধু দ্বিতীয় টেস্ট খেলবে। গত বছরের জুনের পর সে টেস্টে আর বোলিং করেনি। আমরা তাকে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে সে দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলার ছন্দ পেতে পারে।'
টেস্ট স্কোয়াডে থাকা পেসারদের কেউ কে 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজেও পরে যোগ দিতে পারেন বলে জানান তিনি, 'এছাড়া পেসারদের কয়েকজন হয়তো (পাকিস্তান 'এ' দলের বিপক্ষে) ওয়ানডে সিরিজের জন্য 'এ' দলে যোগ দেবে। তাই আমাদের ব্যাকআপ প্রয়োজন। আমাদের আক্রমণে বৈচিত্র্য আছে, যারা জোরে বল করতে পারে এবং সুইংও করাতে পারে। বিশ্বমানের ব্যাটসম্যানদের বিপক্ষে তাদের পারফর্ম করতে দেখার অপেক্ষায় আছি।'
Comments