আত্মহত্যা করেছিলেন থর্প, দাবি পরিবারের
গত ৫ আগস্ট পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্প। তবে তখন তার মৃত্যুর কারণ জানানো হয়নি। অবশেষে তার চিরবিদায়ের কারণ জানালো তার পরিবার। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন থর্পের স্ত্রী ও কন্যা।
অনেক দিন থেকেই হতাশা ও উদ্বেগের সঙ্গে লড়াই করছিলেন থর্প। তবে শেষপর্যন্ত হাল ছেড়ে দেন বলে এক সাক্ষাৎকারে থর্পের দীর্ঘদিনের সতীর্থ মাইক আথারটনকে নিশ্চিত করেছেন তার স্ত্রী এবং কন্যারা। ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইংল্যান্ডের অন্যতম সেরা এই ব্যাটার।
বিষয়টি নিশ্চিত করে থর্পের স্ত্রী বলেন, 'গত কয়েক বছর ধরে গ্রাহাম বিষণ্ণতা ও উদ্বেগে ভুগছিল। ২০২২ সালের মে মাসে তার জীবনে বড় ঘটনা ঘটে যায়। সে কারণে অনেক দিন একটি নিবিড় পরিচর্যা ইউনিটে থাকতে হয়। ও যখন হতাশা এবং উদ্বেগে ভুগছিল, তখন আমরা পরিবারের সবাই ওকে সমর্থন করেছি। চিকিৎসার চেষ্টাও করেছিল ও। কিন্তু দুর্ভাগ্যবশত কোনটিতেই কাজ হয়নি।'
১৯৯৩ সাল থেকে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়ার পর মোট ১০০টি টেস্ট খেলেছেন থর্প। যেখানে ১৬টি সেঞ্চুরিসহ রান করেছেন ছয় হাজার ৭৪৪। এছাড়া ৮২টি ওয়ানডে ম্যাচে করেন দুই হাজার ৩৮০ রান। কাউন্টিতে সারের হয়ে প্রায় ২০ হাজার রান করেছেন এই ব্যাটার।
খেলোয়াড়ি জীবন শেষে ২০১০ সালে ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন থর্প। তবে ২০২১-২০২২ অ্যাশেজে ব্যর্থতায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর অবশ্য ২০২২ সালে তাকে কোচ হিসেবে চেয়েছিল আফগানিস্তান। কিন্তু যোগ দেননি।
Comments