বাংলাদেশ-ভারতের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু বদল
আসছে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে গিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের পূর্ণাঙ্গ সূচি বেশ কয়েকদিন আগেই প্রকাশ করা হয়েছিলো। এবার সেই সূচিতে এসেছে কিছুটা বদল। প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ধর্মশালা থেকে সরিয়ে গোয়ালিয়রে নিয়ে যাওয়া হয়েছে।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সংস্কার কাজ হাত দেওয়ায় সেখানে এখন খেলা যাবে না। কাজেই ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ধর্মশালা থেকে গোয়ালিয়রে নিয়ে যাওয়া হয়েছে।
ভেন্যু বদল হলেও ম্যাচের তারিখ বদল হচ্ছে না। নতুন নির্মিত শ্রিমান্ত মাদভারো সাচিন্দা ক্রিকেট স্টেডিয়ামে হবে খেলা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শচিন টেন্ডুলকারের ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির পর গোয়ালিয়রে হবে প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ। আগের মাঠটির অনেক কিছু বদল করে এখন নতুন আদলে করা হয়েছে স্টেডিয়াম।
টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর। ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচ এবং ১২ অক্টোবর হায়দরাবাদে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
Comments