দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াডে ৯ পরিবর্তন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি মাসের শেষ সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ক্যারিবিয়ানে আয়োজিত হতে যাওয়া সিরিজটির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা। বড় অনেক তারকাদের অনুপস্থিতিতে স্কোয়াডে এসেছে নয়টি পরিবর্তন। ১৯ বছর বয়সী কুয়েনা মাপাকা প্রথমবারের মতো ডাক পেয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বর্তমান রানার্সআপ দক্ষিণ আফ্রিকার এটিই প্রথম সিরিজ। যেটিতে নিয়মিত মুখ কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া ও তাবরাইজ শামসিকে পাচ্ছেন না অধিনায়ক এইডেন মার্করাম। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন এবং কেশব মহারাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। জেরাল্ড কোয়েটজিরও নাম আসেনি দলে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি রাসি ফন ডার ডুসেনের। এবার তাকে ফিরিয়েছেন প্রোটিয়াদের কোচ রব ওয়াল্টার। মাপাকার সঙ্গে প্রথমবার দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে ডাক পেয়েছেন জেসন স্মিথও।
চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন বাঁহাতি পেসার মাপাকা। মাত্র ৯.৭১ ইকোনমিতে বোলিং করে ২১ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলের মঞ্চেও সুযোগ পান এই তরুণ। এখনো স্কুলে অধ্যয়নরত মাপাকাকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অবশ্য নিতে হবে ছুটি।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন উইয়ান মুল্ডার ও প্যাট্রিক ক্রুগার। বার্বাডোজে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল হারের পর প্রোটিয়ারা প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবেন ২৪ আগস্ট। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামেই পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ ও ২৮ আগস্ট।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:
এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্গার, ডনোভান ফেরেইরা, বিয়র্ন ফরচুইন, রিজা হেন্ড্রিকস, প্যাট্রিক ক্রুগার, কুয়েনা মাপাকা, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডুসেন, লিজাড উইলিয়ামস
Comments